Thursday, December 4, 2025

গ্রামের হাসপাতালে যেতে নারাজ, ৩১ সিনিয়র ডাক্তারকে কড়া শাস্তি স্বাস্থ্য ভবনের

Date:

Share post:

রোগী পরিষেবায় গাফিলতি সিনিয়র ডাক্তারদের। এর আগে দু-দুবার সতর্ক করা সত্ত্বেও গ্রামে যেতে চাইছেন না চিকিৎসকরা। কড়া পদক্ষেপের পথে হাটল রাজ্যের স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan)। ৩১ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারকে ২০ লক্ষ টাকা জরিমানা করা হলো। এই চিকিৎসকরা বন্ড পোস্টিং নিয়ম মেনে গ্রামের হাসপাতালে যেতে অস্বীকার করার কারণে এই নির্দেশ বলে জানা যাচ্ছে।

ডাক্তারির শপথ ভুলে আন্দোলনের নামে দিনের পর দিন সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে, প্রাইভেট প্র্যাক্টিস চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে। জুনিয়র ডাক্তারদের শিখণ্ডী করে পিছন থেকে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করেছেন। এবার দায়িত্বে অবহেলার কারণে শাস্তির খাঁড়া নেমে এলো। স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে, ২০২২ সালে এই ডাক্তারদের সতর্ক করা হয়েছিল। তাতেও চিকিৎসকদের একাংশের মধ্যে কোনও হেলদোল লক্ষ্য করা যায়নি। ফলত রাজ্যের স্বাস্থ্য দফতর (Health And Family Welfare Department, WB Govt) পুরো বিষয়টি খতিয়ে দেখে, প্রায় আড়াই হাজার সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের মধ্যে থেকে ৩১ জনকে বেছে নেওয়া হয়েছে যাঁদের বিরুদ্ধে কাজে চরম গাফিলতির অভিযোগ রয়েছে। ওই সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের নাম, কোন কলেজে বন্ড পোস্টিংয়ে আছেন এবং যে সব মেডিক্যাল কলেজে তাঁরা যুক্ত বিজ্ঞপ্তিতে সেসব জানানোর পাশাপাশি গ্রামে তাঁদের কাজ করতে যাওয়ার অনীহার বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট এমএসভিপিদেরও। স্বাস্থ্য ভবনের বার্তা খুব স্পষ্ট, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে রোগী পরিষেবায় অবহেলা করলে চিকিৎসকদের আর রেয়াত করা হবে না। সাম্প্রতিককালে কার্যত নজিরবিহীন পদক্ষেপ করে স্বাস্থ্য দফতর বন্ডের কুড়ি লক্ষ টাকা একবারে ফেরত দেওয়ার কথা জানিয়ে দিয়েছে অভিযুক্ত সিনিয়র চিকিৎসকদের। বৃহস্পতিবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।


spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...