মেডিক্যাল কাউন্সিলে রাজ্যের নতুন প্রতিনিধি, নাম শীঘ্র ঘোষণা করা হবে। আগে প্রতিনিধি ছিলেন শান্তনু সেন। তাকে বদলি করতে চেয়ে কাউন্সিল চিঠি দেয় স্বাস্থ্য দফতরকে। স্বাস্থ্য দফতর জানিয়েছে দ্রুত প্রতিনিধির নাম ঘোষণা হবে।গত ৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সরকারি হাসপাতালগুলির রোগী কল্যাণ সমিতিতে সেই হাসপাতালের সুপার বা অধ্যক্ষ চেয়ারম্যান হবেন। কোনও নেতা শীর্ষপদে থাকবেন না। তবে এবার নেতারা শুধুমাত্র সরকারি প্রতিনিধি হয়ে সাধারণত থাকবেন।

২৪টি মেডিক্যাল কলেজে রোগী কল্যাণ সমিতির পদে কিছু রদবদল হয়েছে। শান্তনু সেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন।এই বিষয়ে শান্তনু সেন বলেন, আমাকে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানানো হয়নি। আমাকে মুখ্যমন্ত্রী কাজ করার সুযোগ দিয়েছিলেন। আমি কাজ করছিলাম। কিছু লোক আমার বিরুদ্ধে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে মিথ্যা অভিযোগ করেছেন। আমাকে সেই চিঠিও পাঠানো হয়নি। যদিও আমি আমার বক্তব্য লিখিতভাবে স্বাস্থ্য সচিবকে জানিয়েছি।এদিকে শান্তনুর জায়গায় আগামী দিনে কে আসবেন, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। সূত্রের খবর, পরবর্তী প্রতিনিধির নাম খুব দ্রুত ঘোষণা হতে পারে।

