Friday, November 7, 2025

বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, বড়দিনের আগে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন

Date:

Share post:

হিমালয় পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা৷ সাইক্লোনিক সার্কুলেশন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরের উপরে৷ সেটি সমুদ্রতল থেকে ৩.১ কিমি বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। এর আগে ঘুর্ণিঝড় ফেনজলের জেরে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে পদুচেরিতে এর ল্যান্ডফল হওয়ার কারণে বিপদ থেকে রক্ষা পেয়েছিল এ রাজ্য। তামিলনাড়ুতে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছিল ফেনজলের জন্য। এখনও চলছে তার ত্রাণকাজ।তবে এবার ফের একবার নতুন করে সাবধানবানী শোনাল হাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। এটি পশ্চিম-উত্তরপূর্বদিকে ক্রমশ সরে যাবে। তবে এটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী কয়েকদিনের মধ্যেই। ফলে উপকূলের জেলাগুলিতে ১২ এবং ১৩ ডিসেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘুর্ণিঝড় ফেনজলের পর এই নিম্নচাপ ফের নতুন করে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে,সমুদ্র থেকে এটি বর্তমানে প্রচুর শক্তি সঞ্চয় করছে। এর ফলে তামিলনাড়ু থেকে শুরু করে তার পাশের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই এই এলাকাগুলিতে ফের জারি করা হয়েছে সতর্কতা। বিভিন্ন ফ্লাইওভারে সেই সময় যাতে কোনও গাড়ি না ওঠে তার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের শীর্ষকর্তারা ইতিমধ্যে ঘন ঘন বৈঠক করছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও তৈরি করা হচ্ছে। সমুদ্র তীরবর্তী স্থানগুলিকে ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে।

চেন্নাই মেট্রো রেলের সময়সীমা পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি বিমানের সময়সূচিরও পরিবর্তন করা হবে। সমুদ্র উত্তাল হওয়ার ফলে মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে নিম্নচাপের দিক পরিবর্তিত হলে তা বাংলার দিকেও আসতে পারে। সেজন্য জারি করা হয়েছে আগাম সতর্কতা। তবে এর জেরে ফের বাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...