Friday, August 22, 2025

উপাচার্যে ‘আপত্তি’! বাংলাদেশে নোটের পরে, জাতীয় সঙ্গীতও বদলের পথে

Date:

Share post:

ভারত বিরোধিতার পথে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ (Bangladesh)। যে সোনার বাঙলা গান বাংলাদেশের পরিচিতি ছিল বিশ্বের দরবারে, এবার সেই জাতীয় সঙ্গীত (National Anthem) বদলের পথে অন্তর্বর্তী সরকার। এর আগেই দেশে নতুন যে বাংলাদেশি টাকা (currency) ছাপার নির্দেশ দেওয়া হয়েছে তাতে বাদ দেওয়ার হয়েছে বঙ্গবন্ধুর ছবি। তবে এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ। বিচার ব্যবস্থাকে সকলের জন্য সমানভাবে প্রয়োগের বার্তা দেন তিনি।

ভারত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলার প্রতিবাদের পরে গোটা দেশে যেন আরও তীব্র রূপ নিয়েছে সংখ্যালঘু বিরোধী অভিযান। কোনও কারণ না দেখিয়েই চট্টগ্রামের (Chattagram) বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হল উপাচার্য (Vice-chancellor) অনুপম সেনকে। ২ ডিসেম্বর থেকে কোনও কারণ না দেখিয়ে তাঁর বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পথে যায় ছাত্ররা। অশান্তি এড়াতে শনিবার তিনি অন্তর্বর্তী সরকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

পাশাপাশি আওয়ামি লীগ বিরোধিতা করতে গিয়ে ভারত বিরোধী সব পদক্ষেপ নিতে উঠে পড়ে লেগেছে ইউনুস সরকার। ইতিমধ্যেই টাঁকশালে নতুন বাংলাদেশি নোট ছাপার যে বরাত গিয়েছে, তাতে বাদ পড়েছে মুজিবর রহমানের (Mujibur Rahman) ছবি। এবার ভারত-বিরোধিতায় জাতীয় সঙ্গীত বদলের প্রস্তুতি শুরু হয়ে গেল। শেখ হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তী সরকারের (interim government) দায়িত্ব নেওয়ার পরেই অবশ্য মহম্মদ ইউনুস (Mohammed Yunus) জাতীয় সঙ্গীত বদলের বার্তা দিয়েছিলেন। এবার সেই প্রক্রিয়া শুরু করে দিল অন্তর্বর্তী সরকার।

তবে অরাজকতার মধ্যে দেশে আইনের শাসন বজায় রাখার বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাঁর পর্যবেক্ষণ, কেউ যেন বিচার পাওয়া থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখতে হবে। অন্যদিকে যেভাবে একটি একটি করে মুজিবের স্মৃতি বাংলাদেশ (Bangladesh) থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে তার বিরোধিতা করেন তিনি। রাজশাহি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন ১৯৭১-এর সংগ্রামের কারণেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। মুক্তিযোদ্ধাদের কথা কোনওভাবেই ভুলে যাওয়া উচিত নয়।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...