Tuesday, November 11, 2025

‘ফ্রাঙ্কেনস্টাইন’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

ছিল ইঁদুর , হয়ে গেলো বিড়াল । ছিল বিড়াল , হয়ে গেলো কুকুর । ছিল কুকুর , হয়ে গেলো বাঘ । এ সবই সম্ভব হলো তপস্বীর দয়ায় । শেষে বাঘ যখন তার স্রষ্টা তপস্বীকে হত্যা করতে উদ্যত হলো তখন তপস্বী বললেন ,’ আবার তুই ইঁদুর হ ‘ । তৎক্ষণাৎ বাঘ রূপান্তরিত হলো ইঁদুরে । বেঁচে গেলেন স্রষ্টা ।

এক্ষেত্রে বেঁচে গেলেও ফ্রাঙ্কেনস্টাইনের স্রষ্টা কিন্তু নিহত হয়েছিলেন তাঁর সৃষ্ট দানবের হাতেই ।’ এখন কেঁদেকেটে কী লাভ ? ও তো তোমারই হাতে গড়া ফ্রাঙ্কেনস্টাইন ‘ , অথবা ‘ সাবধান , এখনও সময় আছে , ফ্রাঙ্কেনস্টাইন বানানো থেকে বিরত হও , নইলে ওরই হাতে একদিন বধ হবে তুমি … ‘ ; এমন সব কথা আধুনিক নাগরিক সমাজে হামেশাই শোনা যায় । এই সাবধানবাণী কেউ মানে , কেউ মানে না । অনেকেই বলেন , ফ্রাঙ্কেনস্টাইন বানানো সাংঘাতিক ভুল , কোনো স্বার্থেই বানানো উচিত নয় । তবুও অনেকেই নানা স্বার্থে এর অন্যথা করেন এবং পরে কৃতকর্মের জন্য অনুতপ্ত হন । আবার অনেকে অনুতপ্ত হবার সুযোগ পর্যন্ত পান না ।

কিন্তু , ফ্রাঙ্কেনস্টাইন ব্যাপারটা কী ? আসলে এটা একটা জার্মান শব্দ । ‘ Frank ‘ মূলত জার্মানির একটি উপজাতির নাম , আর ‘ Stein ‘ অর্থ পাথর । ফ্রাঙ্কেনস্টাইন নামে একটি ক্যাসেল রয়েছে জার্মানিতে ।

মেরি শেলী রচিত উপন্যাসের একটি বিখ্যাত চরিত্র ফ্রাঙ্কেনস্টাইন । উপন্যাসের নাম ‘ ফ্রাঙ্কেনস্টাইন ; অর দ্য মডার্ন প্রমিথিউস ‘ । এক জার্মান গবেষক , যাঁর নাম ফ্রাঙ্কেনস্টাইন , নিরলস গবেষণার মাধ্যমে একটি বিশেষ ধরনের বিজ্ঞান আয়ত্ব করতে সমর্থ হন , যার দ্বারা মৃত ব্যক্তির মধ্যে প্রাণ সঞ্চার সম্ভব । তিনি তাঁর এই পরীক্ষাটি এক মৃত ব্যক্তির উপর করলে সেই মৃত ব্যক্তি বেঁচে ওঠে , কিন্তু পরিণত হয় এক ভয়ঙ্কর দানবে । প্রচণ্ড শক্তিশালী এই দানবটা দেখতে কুৎসিত । ভয় পেয়ে ফ্রাঙ্কেনস্টাইন এই দানবের সঙ্গে দুর্ব্যবহার করলে দানবটা হয়ে ওঠে হিংস্র ও প্রতিশোধপরায়ণ । সে বনে গিয়ে আশ্রয় নেয় । তার প্রতিশোধ সে নিতে শুরু করে ফ্রাঙ্কেনস্টাইনের সহকারী ডক্টর নীল এবং একজন আয়াকে হত্যার মাধ্যমে । এরপর সে হত্যা করে তার সৃষ্টিকর্তার ভাইকে । তারপর শতশত সাধারণ মানুষকে হত্যা করতে থাকে । তার স্রষ্টার বিয়ের রাতে সে হত্যা করে তাঁর স্ত্রী ও পরিবারের সকলকে । শেষে হত্যা করে ফ্রাঙ্কেনস্টাইনকে । হায় স্রষ্টা!

এরপর সেই সাংঘাতিক দানব আত্মহত্যার চেষ্টা করে । তারপর একদিন উধাও হয়ে যায় । আর কোথাও তার সন্ধান পাওয়া যায় না । ১৮১৮ সালে লেখা এই বিখ্যাত উপন্যাস । উচ্চাকাঙ্ক্ষা , সৃষ্টি এবং ধ্বংসাত্মক পরিণতির কাহিনি।

ঝড়বৃষ্টির এক গভীর রাতে মরদেহে প্রাণ সঞ্চার হয়েছে , বিশাল তার দেহ , ঘোলাটে হলুদ চোখ , অশুভ ইঙ্গিত যেন তার গোটা চেহারায় , বিভৎস সেই শরীর নিয়ে ধেয়ে আসছে যেন এক দানব নিরীহ বিজ্ঞানীর দিকে … ,এমনই এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন মেরি শেলী ।

আজ থেকে ২০০ বছর আগে। তারই পরিণতিতে সৃষ্টি হয় বিশ্বের প্রথম সায়েন্স ফিকশন ‘ ফ্রাঙ্কেনস্টাইন ‘ । মাত্র ১৯ বছর বয়সী এক তরুণী মেরি শেলী-র মাথায় এমন এক অভূতপূর্ব আইডিয়া কীভাবে এসেছিল তা বেশ রহস্যময় । ১৮১৬ সালে গ্রীষ্মের ছুটিতে সুইজারল্যান্ডে অবসর যাপনের সময় তিনি মন দেন সাহিত্যচর্চায় । এই সময় মেরি ও তাঁর স্বামী পার্সি বিশি শেলী , কবি লর্ড বায়রন এবং ডাক্তার জন পলিডরি বেশ মজার এক বাজি ধরেন । কে কত ভালো ভূতের গল্প লিখতে পারেন তা নিয়েই বাজি । এই ভুতুড়ে গল্পের প্লট নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েন মেরি এবং অদ্ভুত স্বপ্নটি দেখেন । মেরি শেলী বাজিটি জেতেন । এরপর সৃষ্টি হয় ‘ ফ্রাঙ্কেনস্টাইন ‘ ।

আরও পড়ুন- কতটা গুরুতর বুমরাহর চোট ? মুখ খুললেন দলের বোলিং কোচ ?

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...