Sunday, November 9, 2025

বাংলাদেশ নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপের জোর সওয়াল, শহরের পথে দুই সংগঠন

Date:

Share post:

প্রতিবেশী দেশে অশান্তিতে বারবার হিংসার শিকার সংখ্যালঘু মানুষ। এই পরিস্থিতিতে শুধুমাত্র বিবৃতি প্রকাশ করেই চুপ কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। কেন্দ্রের হস্তক্ষেপের জোর সওয়াল করে এবার পথে নামল শহরের দুই সংগঠন নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেনস ফোরাম। রাজ্যপালের (Governor) মাধ্যমে নিজেদের দাবি কেন্দ্রের কাছে জানাবেন তাঁরা।

প্রতিদিন উত্তরোত্তর বাংলাদেশে বাড়ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। সেইসঙ্গে লাগাতার ভারত বিরোধী কথাবার্তা। প্রতিবাদে রবিবার পথে নামে নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেনস ফোরাম। তাঁদের দাবি, মণিপুরের (Manipur) সময় যেভাবে চুপ করে থেকেছে কেন্দ্র সরকার বাংলাদেশের ঘটনাতেও সেভাবেই নীরবতা বজায় রাখা হচ্ছে।

বাংলাদেশে অশান্তি হলে তার প্রভাব সব থেকে বেশি পড়বে বাংলায়। কারণ বাংলাই বাংলাদেশের সঙ্গে সীমানা (international border) ভাগ করে নেয়, সুকিয়া স্ট্রিটের (Sukia St.) মিছিল থেকে দাবি দুই সংগঠনের। রাজ্য সরকার যেখানে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সেখানে কেন্দ্রীয় সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশ্ন তোলেন তাঁরা।

ইতিমধ্যেই বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভায় দলনেতা সুদীপ বন্দোপাধ্যায় কেন্দ্রের অবস্থান স্পষ্ট করার দাবি করেন। এবার শহরের দুই সংগঠনের দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাওয়ার বার্তা দেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানান এই দুই সংগঠন রাজ্যপালের কাছে তাঁদের দাবি জানাবেন। এবং আবেদন করবেন রাজ্যপাল যেন সেই দাবি কেন্দ্রের কাছে পৌঁছে দেন।

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...