মহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি হলেন শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি। আজ ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবে বৈঠক। আইএসএলে একের পর এক হার। সেই সমস্যা মেটাতে সোমবার জরুরিভিত্তিক কার্যকরী কমিটির বৈঠক ডেকেছিল মহামেডান। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, অন্যতম ইনভেস্টর শ্রাচী গ্রুপের রাহুল টোডিকে ক্লাবের সহ-সভাপতি করার। একই সঙ্গে কার্যকরী কমিটিতে আনা হয়েছে প্রাক্তন ফুটবল তারকা সাবির আলি এবং শ্রাচী গ্রুপের তমাল ঘোষালকে। কার্যকরী কমিটি থেকে বাদ পড়েছেন রহিম নবি ও শেখ আজিম।

এছাড়া এদিনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আইএসএলে মহামেডান যাতে ঘুরে দাঁড়ায়, তার জন্য জানুয়ারির উইন্ডোতে কয়েকজন ফুটবলার নেওয়া হবে। এর জন্য প্রথম পদক্ষেপ হিসাবে বাঙ্কারহিলের কাছ থেকে চুক্তিবদ্ধ ফুটবলারদের যাবতীয় নথি চাওয়া হবে। কারণ মরশুমের শুরুতে দলগঠন করেছিল তারাই।

এই নিয়ে এদিন ক্লাবের সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যে চিঠি দিয়ে ওদের বৈঠকের জন্য ডাকা হবে। সেখানেই সমস্যা মেটানোর চেষ্টা করা হবে। যে অভাবটা হচ্ছে সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। যদি কোনও কারচুপি থেকে থাকে তাহলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাইছি সবাই মিলে একসঙ্গে বসে কাজ করতে।“

আরও পড়ুন- অ্যাডিলেডে সিরাজ-হেডের বিবাদ, শাস্তি পেলেন দুই ক্রিকেটার
