Thursday, August 21, 2025

উচ্চ মাধ্যমিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে কড়া পদক্ষেপ সংসদের! প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপার

Date:

Share post:

গতবছর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE) শুরুর আগেই ছড়িয়ে পড়ত প্রশ্নপত্র। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্রগুলি দেখা যেত। এবার সেসব অপ্রীতিকর ঘটনা রুখতেই কড়া পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। এবার সরাসরি পরীক্ষার হলেই প্রশ্নপত্র খোলার ব্যবস্থা করা হচ্ছে।

আগেই বিভিন্ন জেলার জয়েন্ট কনভেনরদের বদল করেছিল সংসদ। এ বছরই প্রথম সমস্ত পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে। এতদিন প্রশ্নপত্র দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ ছিল সর্টিং বা বাছাই। প্রয়োজন অনুযায়ী সেটা কাস্টডিয়ানের (থানা) কাছ থেকে পৌঁছত পরীক্ষাকেন্দ্রে সেন্টার ইনচার্জের ঘরে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্নপত্রের প্যাকেট খুলে তা হলে পৌঁছে দেওয়া হতো। এই সময়ের মধ্যেও ঘটতে পারত অনেক ঘটনা। তাই চলতি বছর আর থাকছে না বাছাই প্রক্রিয়া। প্রশ্নপত্র এমনভাবে প্যাকেট হচ্ছে যাতে, পরীক্ষার হলে পড়ুয়াদের সামনে তা খোলা যায়।

আরও পড়ুন- মঙ্গলেই মমতার নির্দেশেই নন্দীগ্রামে তৃণমূলের প্রতিনিধি দল

এ বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, প্যাকেট খোলার পরে ২০ এবং ১০টি করে প্রশ্নপত্রের একেকটি প্যাকেট থাকবে। হলের পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী সেই প্যাকেটগুলি ঘরে নিয়ে গিয়ে খুলবেন পরীক্ষা (WBCHSE) পরিদর্শক। কোনওভাবেই খোলা প্রশ্নপত্র এক ঘর থেকে অন্য ঘরে যাবে না।

এদিকে, মাধ্যমিকের টেস্ট শেষ হওয়ার ৮ দিন পরেই সোমবার প্রকাশিত হল টেস্ট পেপার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, টেস্ট না-হলে তো আর টেস্ট পেপার তৈরি করা যায় না। মনে করা হচ্ছে, আগামী ১৬ ডিসেম্বর থেকেই টেস্ট পেপার হাতে পাবে ছাত্রছাত্রীরা। তবে পর্ষদ সরকারিভাবে এমন কোনও বিবৃতি দেয়নি।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...