হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের পরে এবার কিংবদন্তী প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে হাওড়ার একটি রাস্তার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, দিঘা (Digha) যাওয়ার আগে হাওড়ায় (Howrah) একথা জানান তিনি। ডুমুরজলা স্টেডিয়ামের পাশে ড্রেনেজ ক্যানাল রোডের নতুন নাম হল শৈলেন মান্নার নামে।

এদিন দিঘা সফরে যাওয়ার আগে হাওড়া ডুমুরজেলা হেলিপ্যাড গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানেই নাম পরিবর্তনের কথা জানান তিনি। হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের সংস্কার এবং রাস্তার চারপাশে সৌন্দর্যায়নের নির্দেশ দেন জেলাশাসককে। পাশাপাশি, রাস্তার ধারে কয়েকটি দোকান বসানোর অনুমতি দেওয়া যায় কি না, সেই বিষয়টিও জেলাশাসককে খতিয়ে দেখার নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

দিঘা সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে হাওড়া ডুমুরজেলা হেলিপ্যাড গ্রাউন্ডে জেলাশাসককে বেশ কিছু নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, “হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে করতে বলেছি। কারণ হাওড়ায় শৈলেন মান্নার নামে কোনও রাস্তা নেই। নাম পরিবর্তনের সঙ্গে জায়গাটার সৌন্দর্যায়ণ করতে বলেছি। সেল্ফহেল্ফ গ্রুপের মহিলাদের কিছু দোকান দিয়েও সাজানো যেতে পারে।”

হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের সংস্কার ও রাস্তার চারপাশে সৌন্দর্যায়ন করতে জেলাশাসককে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।


অতীতেও খেলোয়াড়-শিল্পীদের সম্মান জানানোর বিষয়ে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী। নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। আজও ফুটবলপ্রেমী বাঙালির কাছে শৈলেন মান্না একটা আবেগের নাম। এবার তাঁর নামে হাওড়ার রাস্তার নামকরণ করেন প্রশাসনিক প্রধান।
