আমেরিকার ন্যাশনাল ক্রিকেট লিগ বাতিল করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। আর তারপরেই বড় পদক্ষেপ নিল আইসিসি। এর ফলে আর টি-২০ এবং টি-১০ লিগ আয়োজন করতে পারবে না আমেরিকার ক্রিকেট সংস্থা। এদিন এমনটাই আমেরিকার ক্রিকেট সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে আইসিসির তরফ থেকে।

জানা যাচ্ছে, নিয়ম অনুযায়ী কোনও দেশের ক্রিকেট লিগে অন্তত ৭ জন দেশীয় ক্রিকেটার খেলাতে হয়। কিন্তু আইসিসি-র বক্তব্য অনুযায়ী আমেরিকার লিগে এই নিয়ম মানা হয়নি। একাধিকবার ৬-৭ বিদেশি প্লেয়ারকে খেলতে দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া পিচ নিয়েও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু অনুমতি সংক্রান্ত বিষয়েও নিয়ম মানেনি আমেরিকার ক্রিকেট লিগগুলি। তার মধ্যে অন্যতম হল, আমেরিকার লিগে খেলা অনেক বিদেশি ক্রিকেটারের নাকি স্পোর্টস ভিসাই ছিল না। এই ভিসা নিতে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা খরচ হয়। এই ভিসা না-নিয়ে অনৈতিক ভাবে খরচ কমানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি। এর জন্য আইসিসিকে সামলাতে হচ্ছে আর্থিক ক্ষতি। এছাড়া লিগ চালানোর পদ্ধতি নিয়ে সমস্যা আছে। এই কারণেই তাদের বাতিল করা হয়েছে। এই নিয়ে আইসিসি জানিয়েছে, আমেরিকার ক্রিকেট লিগ ঘিরে মাঠে এবং মাঠের বাইরে নানা ধরনের সমস্যা রয়েছে।

আমেরিকার এই ক্রিকেট লিগের মুখ্য প্রচারমুখ ছিলেন ওয়াসিম আক্রম, ভিভিয়ান রিচার্ডসের মতো তারকারা। লিগের অংশীদার ছিলেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্করের মতো ব্যক্তিরা।

আরও পড়ুন- বিশ্বের সেরা একাদশে জায়গা হল না রোনাল্ড-মেসির, দলে এমবাপে-ভিনিসিয়াস জুনিয়র