Thursday, August 21, 2025

বাংলার বাড়ির পেতে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে আবেদন, ঘর পাচ্ছেন ১০ হাজার গৃহহীন

Date:

Share post:

সকলের মাথায় ছাদ, দেশের মানুষের জন্য নেওয়া এই উদ্যোগ থেকে বঞ্চিত শুধুমাত্র বাংলা। বিজেপি বিরোধিতার মাশুল হিসাবে রাজ্যকে যোজনার টাকা থেকে বঞ্চিত করেছে কেন্দ্রের বিজেপি সরকার শুধুমাত্র বেনিয়মের অভিযোগ তুলে। কিন্তু বাংলার মানুষকে কোনওভাবে পরিষেবা থেকে বঞ্চিত হতে দেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর হাত ধরে ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পে ১৫ ডিসেম্বর থেকে ঘর তৈরির টাকা পাবেন বাংলার মানুষ। আর তার জন্য যোগ্য প্রাপকদের খুঁজে পেতে সব রকম পথ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই পথেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে (Sorasori Mukhyomantri) আবেদন করে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগণা জেলাতেই ঘর পেতে চলেছেন প্রায় ১০ হাজার প্রাপক।

সংসদে (Parliament) যতবারই তৃণমূল সাংসদরা বাংলার মানুষের ঘরের টাকা দাবি করেছেন ততবার বিজেপির মন্ত্রীরা পুরোনো বেনিয়মের কথা তুলেছেন। অথচ দু বছর ধরে তদন্ত, শাস্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনও সমাধানের পথে যাননি তাঁরা। বঞ্চিত করে রেখেছেন বাংলার মানুষকে। তাই বাংলার মানুষের পাশে দাঁড়াতে নিজেই রাজ্যের তহবিল থেকে বাড়ি তৈরির টাকা দিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) প্রমাণ করে দিয়েছেন সদিচ্ছা থাকলে মানুষের জন্য কাজ করা আটকে থাকে না। সেই উদ্দেশ্যে যোগ্য প্রাপকদের খোঁজে সব রকম প্রচেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। খুলে দেওয়া হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে আবেদনের পথও।

উত্তর চব্বিশ পরগণা জেলা থেকেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে বাংলার বাড়ি-র জন্য আবেদন করেন ১৮ হাজার মানুষ। সেই আবেদন পরীক্ষা করে দেখতে গিয়েই ৪ হাজার আবেদনকারীর কোনও তথ্য পাওয়া যায়নি। বাকি ১৪ হাজার আবেদনকারীর যোগ্যতা পরীক্ষা করা হয়। শেষ পর্যন্ত ৯ হাজার ৮০০ জন বাড়ি পাওয়ার উপযুক্ত বলে বিবেচনা করে প্রশাসন। সেই মতো শুধুমাত্র ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-র (Sorasori Mukhyomantri)) মাধ্যমে আবেদন করেই ডিসেম্বরের মাঝামাঝি তাঁরাও অন্তর্ভুক্ত হচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...