Wednesday, November 5, 2025

নিম্ন আদালতে জেল হেফাজত, হাই কোর্টে জামিন পেলেন ‘পুষ্পা’

Date:

Share post:

‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে হুড়োহুড়িতে এক মহিলার মৃত্যুর ঘটনায় দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনকে (Allu Arjun) শুক্রবারই দুপুরে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল হায়দরাবাদের নামপল্লি আদালত। কিন্তু কিছুক্ষণ পরেই ‘পুষ্পা’কে ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বতীকালীন জামিনের নির্দেশ দেয় হায়দরাবাদ হাই কোর্ট। ফলে জেলে রাত কাটাতে হল না দক্ষিণী সুপারস্টারকে। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।

বলেছিলেন, “ঝুকে গা নেহি…!” কিন্তু আইনের সামনে ঝুঁকতেই হয়েছে দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনকে (Allu Arjun)। ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ (Pushpa 2) ছবির প্রিমিয়ারে হুড়োহুড়িতে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনায় অল্লু অর্জুনের নামে এফআইআর দায়ের করা হয়। পুলিশের অভিযোগ, প্রশাসনকে না জানিয়েই ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে সাঙ্গপাঙ্গ নিয়ে উপস্থিত হন অল্লু (Allu Arjun)। ফলে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা যায়নি। আর সেখানেই নিজের পুত্রকে নিয়ে যান ওই মহিলা। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। আহত হয় অল্লু-ভক্ত বালকটিও । এই ঘটনায় অল্লু অর্জুন-সহ হল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এর বিরুদ্ধে আদালতে গিয়ে গ্রেফতারি এড়াতে চান অল্লু। মৃতার পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন ‘পুষ্পা’। কিন্তু শেষ রক্ষা হল না। হায়দরাবাদেই গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে। এর আগেই সন্ধ্যা থিয়েটারের মালিক-সহ আরও ২জন গ্রেফতার হয়েছে।

আরও খবর: অযাচিত হস্তক্ষেপ! আর জি কর মামলা ছাড়া নিয়ে বৃন্দার ‘অজুহাত’ ঘিরে উঠছে প্রশ্ন

এদিকে অল্লুর গ্রেফতারির খবর পেয়ে তাঁর কাকা তথা রাজনীতিক পবণ কল্যাণ এবং চিরঞ্জিবী যান জুবিলি হিলসে অভিনেতার বাড়িতে। সূত্রের খবর, ‘পুষ্পা‘র বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে চাইছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তিন মামলা তুলে নিতে প্রস্তুত। অল্লু অর্জুনের গ্রেফতারের খবর তাঁরা জানতেন না বলে জানান ভাস্কর। তাঁর মতে, সেদিন পদপৃষ্ট হয়ে তার স্ত্রীর মৃত্যুর পিছনে অল্লুর হাত নেই।

পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার আগে ওসমানিয়া হাসপাতালে অল্লু অর্জুনের মেডিক্যাল চেকআপ করানো হয়। সেখান থেকেই নামপল্লি আদালতে নিয়ে যাওয়া হয়। ভারতীয় দণ্ডবিধির ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা দায়ের হয়েছে অল্লু অর্জুন-সহ বাকিদের বিরুদ্ধে। সেখানেই তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন নামপল্লি আদালতের বিচারক। এরপর একই বিষয়ে হাই কোর্টে চলা মামলায় ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বতীকালীন জামিন পান পুষ্পারাজ৷ বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।

spot_img

Related articles

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...