Thursday, August 21, 2025

নিম্ন আদালতে জেল হেফাজত, হাই কোর্টে জামিন পেলেন ‘পুষ্পা’

Date:

Share post:

‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে হুড়োহুড়িতে এক মহিলার মৃত্যুর ঘটনায় দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনকে (Allu Arjun) শুক্রবারই দুপুরে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল হায়দরাবাদের নামপল্লি আদালত। কিন্তু কিছুক্ষণ পরেই ‘পুষ্পা’কে ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বতীকালীন জামিনের নির্দেশ দেয় হায়দরাবাদ হাই কোর্ট। ফলে জেলে রাত কাটাতে হল না দক্ষিণী সুপারস্টারকে। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।

বলেছিলেন, “ঝুকে গা নেহি…!” কিন্তু আইনের সামনে ঝুঁকতেই হয়েছে দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনকে (Allu Arjun)। ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ (Pushpa 2) ছবির প্রিমিয়ারে হুড়োহুড়িতে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনায় অল্লু অর্জুনের নামে এফআইআর দায়ের করা হয়। পুলিশের অভিযোগ, প্রশাসনকে না জানিয়েই ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে সাঙ্গপাঙ্গ নিয়ে উপস্থিত হন অল্লু (Allu Arjun)। ফলে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা যায়নি। আর সেখানেই নিজের পুত্রকে নিয়ে যান ওই মহিলা। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। আহত হয় অল্লু-ভক্ত বালকটিও । এই ঘটনায় অল্লু অর্জুন-সহ হল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এর বিরুদ্ধে আদালতে গিয়ে গ্রেফতারি এড়াতে চান অল্লু। মৃতার পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন ‘পুষ্পা’। কিন্তু শেষ রক্ষা হল না। হায়দরাবাদেই গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে। এর আগেই সন্ধ্যা থিয়েটারের মালিক-সহ আরও ২জন গ্রেফতার হয়েছে।

আরও খবর: অযাচিত হস্তক্ষেপ! আর জি কর মামলা ছাড়া নিয়ে বৃন্দার ‘অজুহাত’ ঘিরে উঠছে প্রশ্ন

এদিকে অল্লুর গ্রেফতারির খবর পেয়ে তাঁর কাকা তথা রাজনীতিক পবণ কল্যাণ এবং চিরঞ্জিবী যান জুবিলি হিলসে অভিনেতার বাড়িতে। সূত্রের খবর, ‘পুষ্পা‘র বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে চাইছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তিন মামলা তুলে নিতে প্রস্তুত। অল্লু অর্জুনের গ্রেফতারের খবর তাঁরা জানতেন না বলে জানান ভাস্কর। তাঁর মতে, সেদিন পদপৃষ্ট হয়ে তার স্ত্রীর মৃত্যুর পিছনে অল্লুর হাত নেই।

পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার আগে ওসমানিয়া হাসপাতালে অল্লু অর্জুনের মেডিক্যাল চেকআপ করানো হয়। সেখান থেকেই নামপল্লি আদালতে নিয়ে যাওয়া হয়। ভারতীয় দণ্ডবিধির ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা দায়ের হয়েছে অল্লু অর্জুন-সহ বাকিদের বিরুদ্ধে। সেখানেই তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন নামপল্লি আদালতের বিচারক। এরপর একই বিষয়ে হাই কোর্টে চলা মামলায় ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বতীকালীন জামিন পান পুষ্পারাজ৷ বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...