Thursday, November 6, 2025

আর জি কর কাণ্ডে জামিন: ‘ব্যক্তিস্বার্থে’র সিজিও অভিযান নিয়ে আট প্রশ্ন কুণালের

Date:

Share post:

আর জি করের খুন-ধর্ষণের মামলায় শুক্রবার সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন হতেই নিজেদের অ্যাজেন্ডা (agenda) নিয়ে ফের মাঠে জুনিয়র-সিনিয়র চিকিৎসকরা। ফের একবার শহরকে উত্তপ্ত করার চেষ্টা তাদের। নতুন কর্মসূচি নিয়ে এবার আটটি প্রশ্ন তুললেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ঠিক যেভাবে আর জি করের ঘটনার পর থেকেই রাজনৈতিক দল নিজেদেরকে চিকিৎসকদের আড়ালে লুকিয়ে কলকাঠি নেড়েছিল শহরকে অস্থির করার জন্য, আরও একবার সেরকমই আশঙ্কা তাঁর কথায়।

শনিবার দুপুরে সিজিও কমপ্লেক্স (CGO complex) অভিযানের ডাক দিয়েছেন চিকিৎসক সংগঠন ডব্লিউবিজেডিএফ (WBJDF)। পাল্টা কুণাল ঘোষের প্রশ্ন, ন্যায় বিচার দেওয়ার জন্য যখন শিয়ালদা কোর্ট এবং সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা চলছে তখন কিসের দাবিতে মিছিল। যদি সিবিআই অপদার্থ হয় তাহলে সুপ্রিম কোর্টে চিকিৎসক ও নির্যাতিতার পরিবারের আইনজীবীরা কেন সেই প্রসঙ্গে কথা বলছেন না। কেন সেই অভিযোগ তুলে কলকাতায় মিছিল হচ্ছে।

সেই সঙ্গে আর জি কর নিয়ে আন্দোলন চলার সময় যেসব দুর্নীতি আন্দোলনকারীদের নামে উঠে এসেছে সেগুলিও তুলে ধরেন তিনি। তাঁর দাবি অভয়ার নামে বিপুল টাকা উঠেছে, সেটার দখল রাখতেই কি মিছিল মিটিং চালিয়ে যেতে হবে? আর জি করের বিচারের দাবি তুলে যেভাবে জনগণের আবেগকে ভাঙিয়ে প্রচার, বিজ্ঞাপন, পুরস্কার, রাজনীতি, রোজ ক্যামেরার আলোর ঝলকে থেকেছেন আন্দোলনকারীরা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে চিকিৎসকদের কর্মবিরতির কারণে। আর স্বাস্থ্যসাথী দিয়ে নিজেরা লাভ করেছেন বেসরকারি হাসপাতালে, সেই নজিরও তুলে ধরেন তিনি।

একসময় সিবিআইয়ের (CBI) দাবি তুলে শুরু হয়েছিল আন্দোলন। সেই সিবিআই তদন্তে জামিনের পরই তদন্তে আস্থা হারানো আন্দোলনকারীদের কুণালের প্রশ্ন, যাদের বিরুদ্ধে আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন তাদের বিরুদ্ধে আদালত-গ্রাহ্য সাক্ষ্য কেন নেই। যে আন্দোলনকারীদের পুলিশ, সিবিআই, শিয়ালদা কোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও (Supreme Court) আস্থা নেই তাদের প্রতি কটাক্ষ কুণালের। তাঁর দাবি, এরা নাটক করছে। ব্যক্তিস্বার্থে। নিজেদের ধান্ধায়।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...