Sunday, August 24, 2025

যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করছে মোদি সরকার! লোকসভায় তোপ সৌগত রায়ের

Date:

Share post:

যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করছে মোদি সরকার৷ মোদি সরকারের কার্যকালেই বারবার দেশবাসীর সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে৷ সংবিধান বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করে শনিবার মোদি সরকারকে তুলোধোনা করলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ, অধ্যাপক সৌগত রায়৷

কীভাবে আমাদের দেশে বারবার সাংবিধানিক মূল্য ধ্বংস হয়েছে তার প্রমাণ তুলে ধরতে গিয়ে শনিবার লোকসভায় দাঁড়িয়ে সৌগত রায় বলেন, সংবিধানের সব থেকে বড় ব্যর্থতা কোথায় জানেন? হিন্দুত্ব বাদীদের হাতে বাবরি মসজিদ ধ্বংস হওয়া৷ এই ঘটনা গোটা বিশ্বের সামনে আমাদের দেশের মাথা লজ্জায় হেঁট করিয়ে দিয়েছিল৷ আর একটি বড় ব্যর্থতার ঘটনা হল নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সেখানকার দাঙ্গা৷ তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রেজারি বেঞ্চ শোরগোল শুরু করার আগেই প্রবীণ রাজনীতিবিদ সৌগত রায় বলেন, আমরা ভীমরাও আম্বেদকরকে বাংলা থেকে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে পাঠিয়েছিলাম, এর জন্য আমরা গর্বিত৷ এর পরেই প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করে সৌগত রায় বলেন, মোদি হলেন এই যুগের সাভারকর৷ উনি দ্বিমুখী ভারত তত্ব তুলে ধরছেন, যা কোনওভাবেই সমর্থন যোগ্য নয়৷ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আইনের শাসন, সাম্যতা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং বিচারবিভাগীয় স্বাধীনতার সঙ্গে কোনও প্রকার সমঝোতা করা সম্ভব নয়৷ এই সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করছে৷ পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যায় করা হচ্ছে, দিনের পর দিন৷ আমাদের রাজ্যকে বন্যা ত্রাণে সাহায্য করা হয় না, সাইক্লোন ত্রাণেও টাকা পায় না পশ্চিমবঙ্গ৷ মোদি সরকার কোনওদিন রাজ্য সরকারকে গুরুত্ব দিতে চায় না৷

প্রবীণ রাজনীতিবিদ ও তৃণমূল সাংসদ সৌগত রায় যেভাবে মোদি সরকারের মুখোশ খুলে দিয়েছেন লোকসভা কক্ষে দাঁড়িয়ে ঠিক সেইভাবেই শনিবার মোদি সরকার ও বিজেপিকে নিশানা করেছেন এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়েসি৷ তাঁর প্রশ্ন, গো- মাংস ভক্ষণ করার অভিযোগে বাংলার শ্রমিককে পিটিয়ে খুন করা হচ্ছে হরিয়ানায়-পরে জানা গিয়েছে যে ওই মাংস গো-মাংস নয়৷ এই ভাবে পিটিয়ে দেশবাসীকে হত্যা করার বিধান কি সংবিধানে লেখা আছে ?

আরও পড়ুন- জাতীয় স্তরের পরীক্ষায় প্রথম দুইয়ে বঙ্গ সন্তান, প্রশংসা মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

_

_

_

 

spot_img

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...