Saturday, August 23, 2025

কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে চলছে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন, আজই গণনা

Date:

Share post:

শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে চলছে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন (Kanthi Cooperative Bank Election)। ভোটগ্রহণ শুরু হয়েছে রবিবার সকাল ৯টা থেকে, চলবে দুপুর ২টো পর্যন্ত। তারপরই গণনা শুরু। হাইভোল্টেজ কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনের দিকে তাকিয়ে সকলে।

কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে (Kanthi Cooperative Bank Election) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলায় এর আগে কোনও সমবায় সমিতির নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে দেখা যায়নি।

পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাঙ্ক কাঁথি সমবায় ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের পরিচালন কমিটি কার হাতে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যের শাসক ও প্রধান বিরোধীদলের মধ্যে টানাপোড়েন। ভোট প্রক্রিয়া নিয়েও তুমুল আইনি লড়াই গড়ায় শীর্ষ আদালতে। শেষ পর্যন্ত দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে ১৫ ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাঙ্কের ১০৮টি আসনের প্রতিনিধি নির্বাচনে ভোটাভুটি হয়েছে। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে-
•মোট ভোটার ৮০ হাজার ৪৮০ জন
• মোট আসন সংখ্যা ১০৮টি
• তৃণমূল, বিজেপি ও অন্য রাজনৈতিক দলের মোট ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

কাঁথি সমবায় ব্যাঙ্কের ক্ষমতায় ছিলেন শুভেন্দু অধিকারীর অনুগামীরাই। এবার কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনের দায়িত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরিকে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা আশিস চক্রবর্তীকে ছিলেন রণকৌশল সাজাতে ও কার্যকর করতে। দফায় দফায় পূর্ব মেদিনীপুরে গিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটির রাশ নিজেদের হাতে রাখার জন্য একাধিক ভোট কৌশল নেয় তৃণমূল। এখন শেষ হাসি কে হাসে সেটাই দেখার।

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...