Monday, August 25, 2025

কলকাতায় পারদ ছুঁল ১২ ডিগ্রি, ঘূর্ণাবর্তে বাড়বে তাপমাত্রা!

Date:

Share post:

দক্ষিণের তিন জেলায় রবিবারও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office)। কলকাতায় ১২ ডিগ্রি- এখনও পর্যন্ত মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ তামিলনাড়ুর উপকূলের দিকে থাকলেও তার প্রভাবে রাজ্যে তাপমাত্রা বাড়তে পারে। ফলে সোমবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা (Temperature) বৃদ্ধির সম্ভাবনা। তবে, ১৮ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার পারদ স্বাভাবিক বা তার নীচেই থাকবে।

আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, এদিন বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় সকালের দিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কুয়াশা থাকবে। কমতে পারে দৃশ্যমানতাও। সোমবারের পর কুয়াশার দাপট বাড়তে পারে। তবে আপাতত রাজ্যের সর্বত্র শুষ্কই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তর বা দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। স্বাভাবিকের চেয়ে কিছু কম থাকবে তাপমাত্রা। তার পরের ফের দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে পারদ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বদল বলে জানিয়েছে হাওয়া অফিস।

রবিবার কলকাতায় (Kolkata) তাপমাত্রা ১২ ডিগ্রি। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি কম। এ পর্যন্ত এটিই এ মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ ডিগ্রি। ভোরে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আর পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ৫.৯ ডিগ্রি।

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...