Wednesday, December 17, 2025

ফিরহাদের মন্তব্যের বিকৃতি! নতুন প্রজন্মের সংখ্যালঘুদের জন্য ফিরহাদের বার্তার ব্যাখ্যা কুণালের

Date:

Share post:

বিরোধীদের বক্তব্য তুলে ধরে তার ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা করাটাই বিজেপি আমলের ট্রাডিশন। আর এবার তার শিকার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সংখ্যালঘু সম্প্রদায়ের যুবসমাজের জন্য ফিরহাদ যে ইতিবাচক বক্তব্য রেখেছিলেন তারই একটি বাক্যের অংশ তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় হইচই বিজেপির মিডিয়া সেলের(BJP media cell)। ঠিক কিভাবে বাংলার মন্ত্রীর উপর কালি লেপার প্রচেষ্টা করেছে বিজেপি, তারই ব্যাখ্যা দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সংখ্যালঘু (minority) মুসলিম সম্প্রদায়ের যুবসমাজকে এগিয়ে আসার এবং দেশের জন্য বড় কিছু করার বিষয়ে অনুপ্রাণিত করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই প্রসঙ্গে বিজেপির দাবি রাজ্যের মন্ত্রী ইসলাম ধর্মাবলম্বীদের ভারত দখলে উস্কিয়েছেন। বিজেপির অপপ্রচারের পর্দাফাঁস করে কুণালের দাবি, “ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বক্তব্য বিকৃত (distorted) প্রচার হয়েছে। তিনি সেই সময় মুসলিম ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রগতিতে জোর দেওয়ার কথা বলছিলেন। সরকারি চাকরির ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যালঘু, পিছিয়ে আছি এই দাবি তুললে চলবে না। শিক্ষার আলোয় আলোকিত হতে হবে, এই প্রসঙ্গে বলছিলেন।”

ফিরহাদ হাকিমের বক্তব্যকে আরও ব্যাখ্যা করে তিনি বলেন, “সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য লাভ করতে হবে। আমলা হওয়ার প্রচেষ্টা করতে হবে। এইভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নতুন প্রজন্মের মুসলিম সমাজকে শিক্ষা, নিজের পায়ে দাঁড়ানো, নিজের পরিচিতির মাধ্যমে অধিকার তৈরি সম্পর্কে বলতে গিয়ে কিছু শব্দ বন্ধ ব্যবহার করেছিলেন যার বিকৃতি করা হয়েছে।”

বরাবর ধর্ম নিরপেক্ষতার নজির রাখা বাংলার মন্ত্রীকে দুর্নাম করে কার্যত বাংলাকে বদনাম করেছে বিজেপি। সেই প্রসঙ্গেই কুণাল বলেন, ফিরহাদ হাকিম একজন ধর্ম নিরপেক্ষ মানুষ। তাঁর বক্তব্যের একটি অংশ তুলে ধরে তার বিকৃত ব্যাখ্যা করা হয়েছে।

সমাজের এক শ্রেণিকে এগিয়ে আনতে যেখানে বাংলার মন্ত্রী প্রচেষ্টা চালান, তা সহ্য করতে না পারা বিজেপির প্রসঙ্গে কুণাল যোগ করেন, ফিরহাদের বক্তব্য মুসলিম ছাত্র সমাজকে শুধুমাত্র সংখ্যালঘু পিছিয়ে পড়া হয়ে থাকলে হবে না। অগ্রসর হতে গেলে নিজেকে তার জন্য প্রস্তুত করতে হবে। এই কথা বলতে গিয়ে ফিরহাদ একটা কথা বলেছেন। তার জন্য তাঁর ধর্মনিরপেক্ষ অবস্থান চলে যায় না। শুধুমাত্র কোন একটি বক্তব্যের আগে পিছুকে নিয়ে এভাবে বিতর্ক হচ্ছে।

spot_img

Related articles

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...