Sunday, January 11, 2026

থামল তবলার বোল, জীবনযুদ্ধে পরাজিত উস্তাদ জাকির হোসেন

Date:

Share post:

যাবতীয় বিভ্রান্তি কাটিয়ে তবলা সম্রাট (tabla maestro) জাকির হোসেনের (Zakir Hussain) মৃত্যু সংবাদ নিশ্চিত করল তাঁর পরিবার। সোমবার সান ফ্রান্সিসকোর (San Fransisco) হাসপাতালে পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত হয়ে প্রয়াণ হল জগদ্বিখ্যাত তবলা শিল্পীর। শোকবিহ্বল পরিবার গোপণীয়তা রক্ষার আবেদন জানায়। পাঁচবারের গ্র্যামি জয়ী পদ্মবিভূষণ জাকিরের প্রয়াণে শোকস্তব্ধ আরব সাগর থেকে বঙ্গোপসাগর পাড়ের শিল্পীমহল।

হৃদরোগের সমস্যা নিয়ে দুই সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর হাসপাতালেই ভর্তি ছিলেন জাকির। ক্রমশ অবস্থা জটিল হয়ে রবিবার তাঁকে আইসিইউ-তে (ICU) রাখা হয়। এরপরই তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। পরিবারের পক্ষ থেকে তাঁর জীবিত অবস্থাতেই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়া নিয়ে খবর প্রকাশিত হতে অসন্তোষ প্রকাশ করেন তাঁর বোন। অবশেষে সেই আশঙ্কাকে সত্যি করে সোমবার প্রয়াত জাকির হোসেন (Zakir Hussain)।

১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জাকিরের। মাত্র ৩ বছর বয়স থেকে তাঁর তবলায় হাতেখড়ি। ১২ বছরে তার তবলা সবাইকে মুগ্ধ করে। সেই সময় থেকে তিনি দেশের বিভিন্ন প্রান্ত অনুষ্ঠান করতেন। ভারতীয় ক্ল্যাসিক্যাল (classical) ও আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রয়েছে জাকির হুসেনের। তবে দীর্ঘদিন ধরে আমেরিকাতেই (USA) থাকতেন কিংবদন্তি তবলা বাদক উস্তাদ আল্লা রাখা খানের পুত্র জাকির হুসেন।

মৃত্যুকালে জাকির হোসেনের বয়স হয়েছিল মাত্র ৭৩। এত তাড়াতাড়ি তাঁর তবলার বোল থেমে যাওয়ায় বাকরুদ্ধ করেছে অগণিত ভক্ত, অনুরাগী, ছাত্রদের। বিশ্ব সঙ্গীত আন্দোলনের অন্যতম কারিগর ভারতের একমাত্র পাঁচ বারের গ্র্যামি জয়ী। একদিকে দেশের শিল্পী রবি শঙ্কর, আলি আকবর খাঁয়ের মতো শিল্পীদের সঙ্গে যেমন তিনি সঙ্গত করেছেন। তেমনই বিশ্ববরেণ্য শিল্পী চার্লস লয়েড, এডগার মেয়ার, মিকি হার্টের মতো শিল্পীদের সঙ্গত করার নজিরও রেখেছেন উস্তাদ।

পদ্মশ্রী (Padmasree), পদ্মভূষণ (Padmabhushan) থেকে পদ্মবিভূষণ (Padmabibhushan) সম্মান তাঁকে আদায় করে দেয় তবলায় তাঁর মুর্ছনা। তবে তাঁর প্রতিভা শুধুমাত্র ভারতের সীমানাতেই আবদ্ধ থাকেনি। প্রথম ভারতীয় হিসাবে একসঙ্গে তিন গ্র্যামি পুরস্কার (Grammy Awards) জয়ের সম্মান রয়েছে একমাত্র জাকিরেরই। সঙ্গীতে যেভাবে লতা মঙ্গেশকরের কোনও বিকল্প হয় না, তেমনই জাকিরের শূন্য আসন পূর্ণ হওয়ার নয়। তাঁর প্রয়াণে সঙ্গীত জগৎ থেকে শিল্পীমহলে শোকের ছায়া।

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...