নতুন জীবনের ভাষা পেল নিঃশব্দ ভালবাসা

একসঙ্গে জীবনে চলার ক্ষেত্রে মুখের ভাষা নয়, মনের মিলই আসল। ফের একবার এই কথাটা প্রমাণ করে দিলেন শ্রীরামপুরের ইন্দ্রনীল ও কলকাতার মহুয়া। বিয়ের মরশুমে তাঁদের সাতপাকে বাঁধা পড়ার ঘটনা হার মানাবে যে কোনও সিনেমার প্লট কেউ। এই প্রেম কাহিনীর সাক্ষী হয়েছে হুগলি শ্রীরামপুর।

শ্রীরামপুরের বেল্টিংবাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ইন্দ্রনীল মুখোপাধ্যায়। যখন তাঁর বয়স মাত্র ৮ মাস, সেই সময় চিকিৎসার ভুলের কারণে শ্রবণশক্তি হারিয়ে ফেলেন তিনি। তারপর থেকে কথা বলতেও শিখতে পারেননি ইন্দ্রনীল। বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও জীবনের প্রতিটা লড়াই লড়েছে আর পাঁছজনের মতো। লেখাপড়া থেকে খেলা- সবেতেই নজরকাড়া পারফরম্যান্স ইন্দ্রনীলের। শ্রীরামপুর কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করে বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে ম্যানেজার পোস্টে কাজ করেন তিনি।

এদিকে কলকাতার বাসিন্দা মহুয়া। তিনিও ছোট থেকে মূক ও বধির। মহুয়াও প্রতিবন্ধকতাকে পেরিয়ে নিজের জীবন সংগ্রাম লড়ে চড়েছিলেন একাই। লেখাপড়া, বাস্কেটবল- নিয়ে ছিল তাঁর জীবন। তবে জীবনের বড় মোড় আসে বছর কয়েক আগে। কাজের বন্ধুর সূত্রে পরিচয় হয় ইন্দ্রনীলের সঙ্গে। দুজনেরই ভাষা সাংকেতিক। তাঁদের সেই নিঃশব্দ ভালোবাসা পেল পরিণতি। দুজনের কথোপকথন হয় ইশারাতে। অনেক সময় একে অপরের দিকে তাকিয়েই তারা দুজন দুজনের মনের কথা বুঝতে পেরে যান। চার হাত এক হয়েছে দুজনার।

আরও পড়ুন- বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

_

_

_