Saturday, August 23, 2025

মমতার পথেই জনমুখী কেজরি, ষাটোর্ধ্বদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতি

Date:

Share post:

কেন্দ্র সরকার দেশের মানুষের জন্য যে স্বাস্থ্য বীমা প্রকল্প এনেছে তা যে আদতে সাধারণ মানুষের কাজে লাগবে না, তা প্রথম উপলব্ধি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই তিনি রাজ্যের সব ধরনের সব বয়সের মানুষের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প এনেছিলেন। এবার সেই পথে দিল্লির শাসক দলা আপ। নির্বাচনের আগে ষাটোর্ধ্বদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার ঘোষণা করলেন আপ (AAP) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

ইতিমধ্যে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। অন্যদিকে সব আসনে প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হয়েছে আপের। তবে নির্বাচন ঘোষণা না হওয়ায় ঝুলি থেকে ফের এক তাস বের করলেন কেজরিওয়াল। সঞ্জীবনী (Sanjeevani scheme) প্রকল্পের মাধ্যমে ষাটোর্ধ্ব ব্যক্তিদের সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতি দিলেন। সেই সঙ্গে এর জন্য নথিভুক্তিকরণ দ্রুত শুরু হবে, এমনও ঘোষণা করলেন।

দিল্লি নির্বাচনে কংগ্রেসের সঙ্গে গাঁটছাড়া বাঁধছে না আপ। একাই লড়ার পন্থা নিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে কেজরিওয়ালের দল। নির্বাচনের প্রার্থী হিসেবে এক ঝাঁক নতুন মুখকে আনা হয়েছে যুবসম্প্রদায়ের ভোট (youth voters) টানতে। অন্যদিকে মহিলা ভোট টানতে সম্প্রতি শুরু হয়ে গিয়েছে মহিলা ভাতা (women alowance) দেওয়ার কাজও। এবার বয়স্ক ভোটার টানতে নতুন প্রকল্পের (Sanjeevani scheme) ঘোষণা করে ফেললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আপের দাবি, কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দেয়, যা সাধারণ মানুষের অনেক ক্ষেত্রেই কোন কাজে লাগে না। তাই ষাটোর্ধ্বদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার প্রকল্প। ক্ষমতায় এলে এই প্রকল্প চালু হওয়ার প্রতিশ্রুতি দেন কেজরিওয়াল।

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...