Saturday, August 23, 2025

ছেলের খেলা দেখতে নাকি টিকিট কেটে ফেলেছিলেন অশ্বিনের বাবা : সূত্র

Date:

Share post:

ছেলের খেলা দেখতে নাকি টিকিট কেটে ফেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিনের বাবা। বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ দুই টেস্ট দেখতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল অশ্বিনের বাবা রবিচন্দ্রনের। কিন্তু ছেলের হঠাৎ অবসরে সবটাই নাকি বদলে যায়। এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদমাদ্যমের।

গাব্বায় টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের এই অবসরের সিদ্ধান্ত নাকি জানতেনই না পরিবারের লোকজন। এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ দু’টি টেস্ট দেখতে যাওয়ার কথা ছিল অশ্বিনের বাবা রবিচন্দ্রনের। ছেলের সম্ভবত শেষ অস্ট্রেলিয়া সফরে মাঠে হাজির থাকতে চেয়েছিলেন তিনি। সব প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল। মেলবোর্ন এবং সিডনি টেস্টের টিকিটও কেটেছিলেন তিনি। কিন্তু অশ্বিন হঠাৎ অবসর নেওয়ায় শেষ মুহূর্তে সেই টিকিট বাতিল করে দিয়েছেন রবিচন্দ্রন। জানা যাচ্ছে, অবসরের সিদ্ধান্ত সরকারি ভাবে ঘোষণার কিছু ক্ষণ আগে নাকি ফোনে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়েছিলেন অশ্বিন। শোনার পর অশ্বিনের বাবা রবিচন্দ্রন ছেলেকে আরও এক বার ঠান্ডা মাথায় ভাবার অনুরোধও করেছিলেন সিদ্ধান্ত বদলের। কিন্তু অশ্বিন জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

এদিকে অশ্বিনের অবসরের পর বিস্ফোরক মন্তব্য করেন বাব রবিচন্দ্রন। তিনি বলেন, বার বার অপমানিত হয়ে অবসর নিতে বাধ্য হয়েছেন তাঁর ছেলে। বিতর্ক তৈরি হওয়ায় এবং পরিস্থিতি সামাল দিতে অশ্বিন তাঁর বাবাকে বিরক্ত না করার আর্জি জানিয়েছেন।

আরও পড়ুন- গোয়ার কাছে ম্যাচ হারলেও, দলের খেলায় খুশি বাগান কোচ মোলিনা

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...