Monday, November 10, 2025

মাথায় কিন্তু গত্ত! নাম না করে কাদের ঠুকলেন ‘সন্তান’ ঋত্বিক? ‘খাদান’ থেকে উঠল প্রতিবাদ

Date:

Share post:

শীতের চাদর গায়ে মুড়ে একই সঙ্গে রিলিজ করেছে চার চারটে বাংলা ছবি। হল পাওয়া নিয়ে প্রথমে দক্ষিণী ছবি ’পুষ্পা ২’-র সঙ্গে সমস্যা তৈরি হলেও, বেশ ভালোই চলছে বাংলা ছবিগুলি। তবে, দেবের (Dev) ‘খাদান’ (Khadaan) সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স দু-ধরনের হল পেলেও মিঠুন, ঋত্বিকের ’সন্তান’ (Shontaan) দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিন পায়নি। তাতে ক্ষোভ রয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে দেব-ভক্তদের পোস্ট নিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। সেই নিয়ে উল্টে তাঁকেও ট্রোল হতে হল।

‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’, ‘৫ নং স্বপ্নময় লেন’- বড়দিনের মরসুমে চলছে চারটি বাংলা ছবি। খাদান দেখে দেব-ভক্তদের পোস্ট- “শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত”। সেই পোস্টকে কটাক্ষ করে ঋত্বিক (Ritwick Chakraborty) লেখেন, “চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম- ‘সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!“ এর পরেই তিনি লেখেন, ”আমিও ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে। আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন।” দেবের নাম না করলেও, এটা যে তাঁকে উদ্দেশ্যে করেই কটাক্ষ করেছেন ঋত্বিক সেটা বোঝাই যাচ্ছে।

আর এর পরেই রে রে করে উঠেছেন দেব-ভক্তরা। ‘খাদান’ দেখার পরামর্শ দিলেন তাঁরা। একদিকে যখন বাংলা সিনেমার সুদিন আর দুর্দিন নিয়ে আলোচনার অন্ত নেই। তবে, ব্যবসার নিরিখে সন্তানের থেকে কয়েক কদম এগিয়ে খাদান। কিন্তু দিন দুয়েকেই ২ কোটির উপর ব্যবসা করেছে দেবে ছবি। বাংলা ইন্ডাস্ট্রির নিরিখে অঙ্কটা নেহাত কম নয়। আর হলে দর্শকের আবেগকে ছুঁলেও সন্তানের লক্ষ্মীলাভের পরিমাণ সেই রকম নয়। আর তাতেই বোঝহয় গোঁসা ‘গোরার‘। তবে, বাংলায় বড়দিন একসাথে চারটে বাংলা ছবির মুক্তিই একটা বড় ঘটনা- মত চিত্র সমালোচকদের।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...