Sunday, August 24, 2025

বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার রক্ষা প্রসঙ্গে ইউনুসকে কড়া বার্তা দিতে ফোন সুলিভানের

Date:

Share post:

বাংলাদেশে অশান্তি অব্যাহত!সেখানে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ৷এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সারা বিশ্ব ৷ এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে ফোন করলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান৷ মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার রক্ষা প্রসঙ্গে দীর্ঘ ফোনালাপ হয় দুই দেশের উপদেষ্টার মধ্যে ৷

সোমবার ইউনুসকে ফোন করেন জেক সুলিভান৷ কথোপকথনে দু’জনেই জাতি ও ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার বজায় রাখার পক্ষে সাওয়াল করেন৷ সেই সঙ্গে, সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মার্কিন প্রশাসনের সমর্থন প্রসঙ্গেও কথা হয় দু’জনের মধ্যে ৷ আগামী দিনেও এই সাহায্য বজায় থাকবে বলে জানান জেক সুলিভান ৷

গত ৫ অগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগস্ট সেদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নেন মহম্মদ ইউনুস ৷ তিনি দায়িত্বে আসার পর সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের একের পর এক ঘটনার অভিযোগ উঠতে থাকে ৷ হিন্দু মন্দিরে ভাঙচুর, বিগ্রহ ভেঙে দেওয়া ইত্যাদি ঘটনারও অভিযোগ ওঠে ৷ ঘটনায় তীব্র নিন্দা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷এমনকী, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ দেখানো হয় মার্কিন মুলুকে ৷ এরপরই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতামত জানতে চেয়ে হোয়াইট হাউসের তরফে ১৩ ডিসেম্বর একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের ৷ প্রেসিডেন্টের দাবি, সেদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বজায় রাখার দায় অন্তর্বর্তী সরকারের৷ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের বলে জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কার্বি ৷

উল্লেখ্য, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় ভারত-বাংলাদেশে সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ৷ চলতি মাসের গোড়ায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি খানিক উন্নত হলেও, সম্প্রতি ময়মনসিংহ ও দিনাজপুরের হিন্দু মন্দিরে হামলার ঘটনায় ফের জল্পনা শুরু হয় ৷ ঘটনাচক্রে, এই আবহে মঙ্গলবার ৬ দিনের মার্কিন সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, তার সফরের আগে মার্কিন-বাংলাদেশ ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় ইউনুসকে আরও কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন সুলিভান। যদিও এই ফোনালাপ নিয়ে মুখে কুলুপ এটেছে ইউনুস সরকার।

 

 

 

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...