Saturday, January 17, 2026

ভাইকে অডিওবার্তায় ভিনরাজ্যে না যাওয়ার অনুরোধ, এইমস ভুবনেশ্বরে ছাত্রের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

Date:

Share post:

ভাইকে ভিন রাজ্যে পড়তে না যাওয়ার সতর্কবার্তা দিয়ে আত্মঘাতী ছাত্র। এইমস ভুবনেশ্বরে হস্টেলের ঘর থেকে দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের নাম রত্নেশকুমার মিশ্র (২১)। দেহের পাশে পাওয়া গিয়েছে ভাইয়ের জন্য রেখে যাওয়া শেষ অডিয়োবার্তা, ‘‘ডাক্তার হও, কিন্তু কোনওদিন নিজের রাজ্য ছেড়ে ভিন্‌রাজ্যে যেও না!’’

অসমের ডিব্রুগড়ের বাসিন্দা রত্নেশ এম্‌স ভুবনেশ্বরের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বুধবার হস্টেলের বি ব্লকের ৫০২ নং ঘর থেকে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গতকাল ওই ছাত্রের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। মঙ্গলবার বাবার সঙ্গে অসম থেকে ভুবনেশ্বরে ফিরেছিলেন রত্নেশ। বাবা কলেজের কাছেই একটি হোটেলে উঠেছিলেন। বুধবার পরীক্ষার পর ছেলেকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার কথা হয়। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও বার বার ফোন করেও ফোনে পাওয়া যায় নি সেই ছাত্রকে। তড়িঘড়ি ছেলের হস্টেলে পৌঁছন তিনি। বেশ কিছুক্ষন ডাকাডাকির পর কয়েক জন আবাসিক ছাত্রের সাহায্যে দরজা ভেঙে দেখা যায় পড়ে রয়েছে সেই ছাত্রের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দারিদ্রতার কারণে ছেলের পড়াশোনার খরচ সামলাতে রত্নেশের বাবা তাঁদের জমি বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিছুদিন আগেই। এরপর থেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন ওই পড়ুয়া। ভিনরাজ্যে মাসের পর মাস পরিবারের থেকে দূরে থাকার কারণে মানসিক ভাবে আরও ভেঙে পড়ছিলেন তিনি। মৃত্যুর আগে অসমে ভাইকে একটি অডিয়োবার্তা পাঠিয়ে রত্নেশ বার বার বাবাকে জমি না বিক্রি করতে অনুরোধ জানিয়েছেন। পরিবার সূত্রে খবর, রত্নেশের ভাইও বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। ভাইকে তিনি বলে গিয়েছেন, ভিনরাজ্যে না গিয়ে অসমে থেকেই ডাক্তারি পড়তে। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রের আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

 

spot_img

Related articles

গোয়ায় খুন একই নাম-বয়সের ২ রাশিয়ান যুবতী! জালে অভিযুক্ত রুশ নাগরিক

একই নাম ও বয়সের দুই রুশ যুবতী খুন গোয়ায় (Goa)। আর সেই ঘটনায় অভিযুক্তও রুশ নাগরিক (Russian Citizen)।...

বিজেপির লেটারহেডেই ভোটার তালিকায় নাম তোলা যাচ্ছে! সত্যতা যাচাইয়ের দাবি কুণালের

ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে যথেচ্ছ ফর্ম-৭ জমা দিচ্ছে বিজেপির স্থানীয় নেতারা। নির্বাচন কমিশন বিরোধী দলনেতার এক...

কিউইদের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের আগে মহাকালেশ্বর মন্দিরে কোহলি 

শিব দরবারে কিং কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের (Ind vs NZ third ODI) আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে হাজির...

আক্রান্ত আরও এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিক! ফের উত্তপ্ত বেলডাঙা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

শুক্রবারের পরে ফের শনিবারও উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা। বিহারে আরও এক স্থানীয় পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ তুলে...