Friday, January 16, 2026

‘বয়স ? ফুঃ’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

ও আমার
ছোট্ট বন্ধুরা শোনো
আমার একটা কথা শোনো
তোমরা যেন বুড়ো হয়ো না ।
বয়েস বাড়ে বাড়ুক
তবু মনের বয়েস
বাড়তে দিও না ।

শরীরের বয়স তো বাড়বেই । এ তো অমোঘ , অপ্রতিরোধ্য , অনিবার্য । প্রকৃতির নিয়ম । কিন্তু মনের বয়স বাড়তে দেবেন কিনা সে সিদ্ধান্ত একান্তই আপনার । বাড়তে দিলেই সব শেষ । কে না জানে মনটাকে তাজা রাখতে পারলে শরীরের বয়স একটা সংখ্যামাত্র । মানবসভ্যতার ইতিহাস বলছে , অধিকাংশ মানুষের মনগুলো বুড়ো হয় আগে , তাই বার্ধক্য দেহকে গ্রাস করে দ্রুত । মন ভেঙে গেলে বার্ধক্যজনিত বিষন্নতা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় । শারীরিক বাধা উপেক্ষা করে শুধুমাত্র মনের জোরে বিশ্বজয়ী হয়েছেন অনেক কৃতি মানুষ । আবার বহু সাধারণ মানুষ শুধুমাত্র মনের আনন্দে শতায়ু হয়েছেন । শারীরিক সুস্থতার অনেকটাই মনের ওপর নির্ভরশীল । তাই বোধহয় সর্বাবস্থায় সদানন্দ থাকার উপদেশ দিয়ে গেছেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ । বয়স যে সত্যিই একটা সংখ্যা ছাড়া কিছু নয় , তার ভুরিভুরি দৃষ্টান্ত রয়েছে এ মহাবিশ্বে । বিখ্যাত লেখক লিও তলস্তয় সাইকেল চালানো শিখেছিলেন ৬৭ বছর বয়সে । স্বনামধন্য পাবলো পিকাসো বিয়ে করেছিলেন ৭৬ বছর বয়সে !

এই আমার কথাই ধরো
দেখতে আমি বুড়ো
মাথায় পাকা চুলের বোঝা
তবু নইকো বুড়ো আমি
মনটা আমার তাজা
তাই তোমাদের বলে রাখি ভাই
মনের বয়েস বাড়তে দিও না।

দু্ঃখ ও ব্যথাগুলোকে আটলান্টিক মহাসাগরে ছুঁড়ে ফেলতে পারলেই মনের বয়স ধরে রাখা যায় । কবি প্রশ্ন রেখে গেছেন , ‘ কোন বয়সে থমকে গেলে সু্শ্রী দেখায় ‘ ! এখানে এটাই বলার যে , সুশ্রী না দেখালেও কোনো ক্ষতি নেই , কিন্তু মনের সৌন্দর্য যেন ক্ষতিগ্রস্ত না হয় । মন ভালো তো সব ভালো । ডোপামিন , যাকে বলে আনন্দ হরমোন , বয়সকে বেঁধে রাখার ক্ষমতা ধরে । মনের জোরেই তো ‘ পঙ্গুং লঙ্ঘতি গিরিম্ । মনের জোর না থাকলে ৯০ বছর বয়সে নোবেল পুরস্কার পেতেন না লিওনিদ হুরউইজ । ইনিই সবচেয়ে বেশি বয়সে নোবেল পাওয়া মানুষ ।

প্রতি বছর জন্মদিনে
একটি বছর বয়েস বাড়ে
নতুন আশায় বুক বেঁধে ভাই
মনটা রেখো সবুজ করে ।

মোট কথা , হাল ছাড়া চলবে না কোনো অবস্থাতেই । বয়স হয়েছে , অতএব এবার থামতে হবে , রণে ভঙ্গ দেওয়াই ভালো , এসব অবান্তর ভাবনাগুলোকে আমল দেওয়া চলবে না মোটেও । মনে রাখতে হবে , মন নেতিবাচক হয়ে উঠলে তবেই জীবন সংগ্রামে পিছিয়ে পড়ে মানুষ । সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট জয় করেন ইউকিরো মুইরা , ৮৫ বছর বয়সে , ভাবা যায় !

তোমরা বুড়ো হয়েও
খোশমেজাজে থেকো
মনটাকে ভাই সবাই
চাঙ্গা করে রেখো
আনন্দে প্রাণ ভরে নিও ভাই
মনের বয়েস বাড়তে দিও না।

একবার না পারিলে হাল ছেড়ে কাশীবাসী হওয়ার দরকার নেই । কত কি দেখার , কত কি জানার রয়েছে বাকি । নয়ন মেলে জগতের বাহার দেখতে চাইলে মন খুলে বাঁচতে হবে সবার আগে । ৮৫ বছর বয়সে অস্কার জয়ী হন ইমানুয়েল রিভা । ৮৮ বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান ডরিস লেসিং ।মনে রাখতে হবে , জীবনটা কোনো রেস নয় , একটা জার্নি । এর পায়ে পায়ে , পরতে পরতে বিস্ময় । এখানে সফলতার মার্কশিট বলে কিছু নেই । তা যদি হতো , তাহলে আমাদের পৃথিবী ভ্যান গঘ , বিল গেটস কিংবা মার্ক জুকারবার্গ প্রমুখ কাউকেই পেতো না ।

আরও পড়ুন- ফিরে দেখা: চব্বিশের বিনোদনের ফ্ল্যাশব্যাক সফর

_

_

_

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...