Friday, November 14, 2025

বাংলাদেশি থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, যশস্বীর আউট ঘিরে শুরু হল বিতর্ক

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে ব্যাটিং ব্যর্থতার কারণে হারের মুখ দেখে ভারতীয় দল। মেলবোর্নে রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, ঋষভ পন্থ কেউ ব্যাটে রান পাননি। তবে এই টেস্টে দুই ইনিংসেই রান পেয়েছেন যশস্বী জসওয়াল। প্রথম ইনিংসে ৮২ এবং দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেন ভারতের তরুণ ওপেনার। তবে দ্বিতীয় ইনিংসে আদৌ আউট ছিলেন যশস্বী? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ মাঠের আম্পায়ার আউট না দিলেও থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। কিন্তু স্নিকোমিটারে কিছুই ধরা পড়েনি। কীভাবে বাংলাদেশি থার্ড আম্পায়ার আউট দিলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। যা নিয়ে মুখ খুলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

ঠিক কি ঘটেছিল? অজি অধিনায়ক প্যাট কামিন্সের বাউন্সার চালিয়ে খেলতে গিয়েছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জসওয়াল। তা মিস করলে চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন জানান কামিন্স। কিন্তু মাঠের আম্পায়ার তাতে কর্ণপাত করেননি। রিভিউ নিতে বিন্দুমাত্র দেরি করেননি অজি অধিনায়ক। আর সেখানেই শুরু হয় বিতর্ক। রিভিউতে এটা পরিষ্কার যে ব্যাটের সঙ্গে বলের কোনও সংযোগ ঘটেনি। স্নিকোমিটারে বারবার করে দেখেও কোনও প্রমাণ পাওয়া যায়নি। তারপর বল ট্র্যাকিংও করেন বাংলাদেশি থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। সেখানে তাঁর মনে হয় বল যশস্বীর ব্যাটে লেগে দিক বদল করেছে। আউট দিয়ে দেন তিনি। তারপরেও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় বিতর্ক তৈরি হয়। এই নিয়ে আবার মুখ খুলেছেন তৃতীয় আম্পায়ার সৈকত। তিনি বলেন, “ভিডিওয় দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে। বলের দিক পরিবর্তন হয়েছে। ”

যদিও তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ সুনীল গাভাস্কর। ধারাভাষ্যের সময় এই নিয়ে মুখ খোলেন তিনি।

আরও পড়ুন- মেলবোর্ন টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ধাক্কা ভারতের

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...