বর্ষশেষের রাতে সল্টলেকের মহিষবাথানে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন হন (Saltlake delivery boy murder)এক যুবক। ঘটনার দুদিনের মাথায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তিনি মৃতের বন্ধু বলে জানা গেছে। তাঁকে জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার (Bidhannagar Electronics Complex Police)পুলিশ।

মৃতের নাম সুব্রত মাজি, বয়স ৩০। পেশায় তিনি ডেলিভারি বয়। মহিষবাথানের উদয়ন পল্লির বাসিন্দাকে গত ৩১ ডিসেম্বর রাতে বাড়ি থেকে বন্ধুরা ডেকে নিয়ে যান। গভীর রাত পর্যন্ত সুব্রত বাড়ি না ফেরায় সন্দেহ হয় তাঁর পরিবারের। খোঁজাখুঁজি শুরু করেন। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এরপর ১ জানুয়ারি দুপুরে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করা গেলেও শেষমেশ বাঁচানো যায়নি। অভিযোগ তাঁর কয়েকজন বন্ধু মিলে পিটিয়ে খুন করেছেন সুব্রতকে। তদন্তে নেমে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আজ তাঁদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

–

–

–

–

–

–

–

–
