Wednesday, November 5, 2025

বিতর্কের অবসান, খেলরত্ন পাচ্ছেন মানু ভাকের, পুরস্কারে সম্মানিত করা হবে ডি গুকেশ, হরমনপ্রীত, প্রবীণ কুমারকে

Date:

Share post:

অবশেষে যাবতীয় বিতর্কের অবসান । খেলরত্ন পাচ্ছেন মানু ভাকের। এদিন ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হল, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে অলিম্পিক্সে জোড়া পদক জয়ী তারকা শুটার মানুকে। সেই সঙ্গে এই সম্মান দেওয়া হবে বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ, হকি তারকা হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারকে।

২২ বছর বয়সী মানু ভাকের ২০২৪ প্যারিস অলিম্পিক্সে দুটি পদক জিতে ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে একক আসরে এই কৃতিত্ব অর্জন করেন। মানু ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। তবে সম্প্রতি মানুর খেলরত্ন প্রাপকদের তালিকায় নাম না থাকায় ভারতীয় ক্রীড়ামহলে বিপুল বিতর্কের সৃষ্টি হয়। অসামান্য কৃতিত্বের পরেও কেন পাবেন না খেল রত্ন? ওঠে প্রশ্ন! এই নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মানুর বাবা। তবে মানুর নাম আজ ঘোষণা হওয়ার পর স্বস্তি ফিরল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে।

এদিকে মানু ভাকের ছাড়া খেলরত্ন পুরস্কার পাচ্ছেন হরমনপ্রীত সিং। প্যারিস অলিম্পিক্সে হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় হকি দল টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ পদক অর্জন করেছে। খেলরত্ন পুরস্কার পাচ্ছেন, ডি গুকেশ। ১৮ বছর বয়সী ডি গুকেশ ইতিহাস সৃষ্টি করে দাবার সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হন এবং গত বছর ভারতীয় দলকে দাবা অলিম্পিয়াডে প্রথমবারের মতো স্বর্ণপদক জিততে সহায়তা করেন। চতুর্থ পুরস্কার প্রাপক হলেন প্যারা হাই জাম্পার প্রবীণ কুমার, যিনি প্যারিস প্যারালিম্পিকে টি৬৪ বিভাগে চ্যাম্পিয়ন হন। টি৬৪ বিভাগটি এমন অ্যাথলিটদের জন্য নির্ধারিত, যাদের হাঁটুর নিচে এক বা উভয় পা নেই এবং তারা দৌড়ানোর জন্য কৃত্রিম পায়ের উপর নির্ভর করেন।

এদিন ভারতের ক্রীড়ামন্ত্রকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “পুরস্কার প্রাপকদের ১৭ জানুয়ারি, ২০২৫ (শুক্রবার) সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি তাঁদের সম্মানিত করবেন।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে বাগানের সামনে হায়দরাবাদ, তিন পয়েন্ট লক্ষ্য মোলিনার

spot_img

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...