Friday, January 2, 2026

প্রথম দিনেই বিপুল সাড়া, অভিষেকের ‘সেবাশ্রয়ে’ ঢল নামল মানুষের

Date:

Share post:

স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দুয়ারে এনে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক ছাতার তলায় সমস্ত স্বাস্থ্য পরিষেবা। অভিষেকে নতুন ভাবনায় উদ্দীপনা ডায়মন্ড হারবার জুড়ে। স্পেশ্যালিস্ট ডাক্তার থেকে ডায়াগনস্টিক সমস্ত পরিষেবা মিলছে সেবাশ্রয়ে। প্রয়োজনে হাসপাতালে রেফারও করা হচ্ছে। বৃহস্পতিবার যে শিবিরের সূচনা করলেন অভিষেক, প্রথম দিনেই তা পরিষেবা দানে কামাল করল।

সেবাশ্রয়ে প্রথম দিনেই পা রেখেছেন ৫৬৮৯ জন মানুষের। ডায়মন্ড হারবার বিধানসভার ৪১টি ক্যাম্পে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ। বিনামূল্যে তাঁরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য পরীক্ষা করান। স্পেশ্যালিস্ট ডাক্তার দেখানোর সুযোগ ছিল তাঁদের সামনে। প্রথম দিনের হিসেবে, ৩৩৪০ জন রোগীর চিকিৎসা হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে ২৬০০ জনকে‌। আর রেফার করা হয়েছে ১৮১ জনকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সেবাশ্রয় উদ্বোধন করে জানিয়েছিলেন, ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রজুড়ে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির আয়োজিত হবে। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে প্রতি ১০ দিন ধরে ৪০-৫০টি শিবির হবে। মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন। দলমত নির্বিশেষে সবাই এই পরিষেবার আওতায় আসতে পারবেন।

প্রতি বিধানসভাতেই ৪০ থেকে ৫০টি শিবিরের আয়োজন হবে। তার মধ্যে অন্তত ১টি মডেল ক্যাম্প থাকবে। ডায়মন্ড হারবারের মতো অন্য বিধানসভাগুলিতেও একই ব্যবস্থা প্রযোজ্য হবে। সাধারণ স্বাস্থ্য শিবিরগুলিতে থাকবে রেজিস্ট্রেশন ও হেল্প ডেস্ক, চিকিৎসকদের জন্য দুইটি নির্ধারিত ঘর, ডাক্তারদের জন্য বিশ্রাম কক্ষ, রোগীদের জন্য অপেক্ষার জায়গা, চিকিৎসার জন্য নির্ধারিত স্থান এবং বিনামূল্যে ওষুধ পাওয়ার জন্য ফার্মেসি। কবে কোথায় শিবির হবে সেই ব্যাপারেও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...