Saturday, January 10, 2026

‘উৎসশ্রী’ পোর্টালের বর্তমান অবস্থা রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

রাজ্য সরকারের ‘উৎসশ্রী’ পোর্টালের এখন ঠিক কী অবস্থা তা রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী ২১ জানুয়ারি কলকাতা হাইকোর্টের কাছে এই রিপোর্ট জমা দিতে হবে। শিক্ষক–শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে যাতে সুবিধা হয় তাই উৎসশ্রী পোর্টাল চালু করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই পোর্টাল চালু হওয়ার পর নানা অভিযোগ উঠতে থাকে। দিনের পর দিন আবেদন জানিয়েও সুরাহা হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। তাই শিক্ষক–শিক্ষিকাদের একাংশ মামলা করেন কলকাতা হাইকোর্টে।

আসলে শিক্ষা দফতরের নির্দেশে এখন বন্ধ রয়েছে শিক্ষক–শিক্ষিকাদের বদলি বিষয়ক পোর্টাল ‘‌উৎসশ্রী’‌। আর এটা বন্ধ থাকায় আরও সমস্যা তৈরি হয়েছে। এবার ওই ‘‌উৎসশ্রী’‌ পোর্টালের বর্তমান অবস্থা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। এই পোর্টাল খোলা নিয়ে এবার রাজ্যের অবস্থান জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

২০২২ সালে এক স্কুল থেকে আর এক স্কুলে বদলি চেয়ে ‘‌উৎসশ্রী’‌ পোর্টালে আবেদন করেন অপরূপা পাঠক নামে একজন শিক্ষিকা। কিন্তু তারপর এত সময় কেটে গেলেও তিনি নদিয়ার জামশেরপুরে কর্মরত রয়ে গিয়েছেন। তিনি বদলি চেয়ে উত্তর ২৪ পরগনায় যেতে চান। যেহেতু সেখানেই তার সবকিছু।এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা।

এছাড়া ওই শিক্ষিকার দাবি, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর বদলির আবেদন করেন তিনি। কিন্তু এখনও সেটা কার্যকর করা হয়নি। অপরূপা পাঠক নদিয়া থেকে উত্তর ২৪ পরগনার কোনও স্কুলে বদলি চেয়েছিলেন। দীর্ঘদিন কোনও সুরাহা না হওয়ায় তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন।

spot_img

Related articles

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...