Wednesday, November 12, 2025

বর্ডার-গাভাস্কর ট্রফির পর বিরাট-জাদেজার সঙ্গে আলোচনায় বসতে চলেছেন প্রধান নির্বাচক অজিত আগারকার : সূত্র

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে সিডনিতে বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্ট। তবে সিডনি টেস্টে নেই রোহিত শর্মা। বৃহস্পতিবার যে খবর ছড়িয়ে পড়েছিল, তা সত্যি হয় শুক্রবার। প্রথম একাদশে রাখা হয়নি রোহিতকে। আর সূত্রের খবর এটাই রোহিতের জীবনে এটাই শেষ টেস্ট। এছাড়াও জানা যাচ্ছে, দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন রোহিত। আর জল্পনার মধ্যে উঠে এল বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার নাম। সূত্রের খবর, বর্ডার-গাভাস্কর ট্রফির পর জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার বসবেন বিরাট কোহলি এবং জাদেজার সঙ্গে। বুঝিয়ে দেওয়া হবে টেস্ট ক্রিকেটে এবার জুনিয়র ক্রিকেটারদের নিয়মিত সুযোগ দিতে চাইছেন নির্বাচকরা।

বর্ডার-গাভাস্কর ট্রফিতে পারথ টেস্টে শতরান করলেও, ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন এবং সিডনি টেস্টের প্রথম ইনিংসেও রান পাননি বিরাট। শুধু তাই নয়, শেষ ১৫টি টেস্ট ইনিংসে বিরাট করেছেন অপরাজিত ২৯, শূন্য, ৭০, ১, ১৭, ৪, ১, ৫, অপরাজিত ১০০, ৭, ১১, ৩, ৩৬, ৫ এবং ১৭। অপরদিকে জাদেজার পরিসংখ্যান ঠিক এরকম। শেষ ১৫টি টেস্ট ইনিংসে তিনি করেছেন ১২, ৪, ১৫, ৮৬, ৮, শূন্য, ৫, ৩৮, ৪২, ১৪, ৬, ৭৭, ১৭, ২ এবং ২৬। বল হাতেও আগের মতো ভরসা দিতে পারছেন না জাড্ডু। রোহিতের মতো কোহলি এবং জাদেজাও ৫০ রানের গণ্ডিও টপকাতে পারছেন না। আর তাই এই দুই ক্রিকেটারের ফর্ম ভাবাচ্ছে।

সূত্রের খবর, বর্ডার-গাভাস্কর ট্রফির পর কোহলি এবং জাদেজার সঙ্গে কথা বলবেন আগারকার। এই দুই ক্রিকেটারকে নির্বাচকদের পরিকল্পনা পরিষ্কার করে দেওয়া হবে। বলা হবে, টেস্ট দলে এবার জুনিয়র ক্রিকেটারদের নিয়মিত সুযোগ দিতে চাইছেন তাঁরা। আর তাতেই পরিস্কার রোহিতের মতন বিরাট-জাদেজারও টেস্ট ক্রিকেটে পরতে চলেছে ইতি।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নতুন নেতা খোঁজা শুরু বোর্ডের, টেস্টের পর কি একদিনের ক্রিকেট থেকেও যাচ্ছে রোহিতের নেতৃত্ব ?

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...