সফলভাবে সম্পন্ন হল যুবরাজ সিং সেন্টারস অফ এক্সেলেন্স ক্রিকেট ট্রায়াল। কলকাতা-সহ, শিলিগুড়ি, ভুবনেশ্বর এবং পাটনায় আয়োজন করা হয়েছিল YSCE একাডেমির ট্রায়াল। যেখানে অংশগ্রহন করেছিল ৫৮০-র বেশি তরুণ ক্রিকেটার। তার মধ্যে দিয়ে ওয়াইএসসিই (YSCE)-এর অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে বেছে নেওয়া হয় ৫৮ জন তরুন ক্রিকেটারকে।

তৃণমূল স্থর থেকে ক্রিকেটার তুলে আনতেই এই উদ্দ্যোগ নেয় মার্লিন গ্রুপ ওয়াইএসসিই । এই ৫৮ জন তরুণ ক্রিকেটার কলকাতার রাজারহাটের ক্লাব প্যাভিলিয়ন, মার্লিন রাইজে অবস্থিত ওয়াইএসসিই বা ( YSCE) এর হাই পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণ নেবে। এই বিশেষ ক্যাম্পে খেলোয়াড়দের প্রযুক্তিগত ভাবে দক্ষতা বাড়াতে , মানসিক দৃঢ়তা, শারীরিক ফিটনেস এবং ম্যাচ প্রস্তুতিতে বিশেষ অনুশীলন দেওয়া হবে।

এই নিয়ে ক্রিকেট কিংবদন্তি ও ওয়াইএসসিই YSCE-র প্রতিষ্ঠাতা যুবরাজ সিং বলেন, ” তরুণদের মধ্যে ক্রিকেট নিয়ে এই রকম অসাধারণ প্রতিভা দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই প্রতিভাবান খেলোয়াড়দের স্বপ্নপূরণের প্রথম ধাপ হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াইএসসিই -তে আমরা এই তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দেব, যা তাদের খেলার পরবর্তী স্তরে নিয়ে যাবে। গ্রাসরুট স্তরের ক্রিকেট উন্নয়নে আমাদের এই উদ্যোগ সফল হয়েছে এবং আমি নিশ্চিত, এই ক্যাম্প তাদের আগামী দিনের খেলোয়াড় তৈরি হতে সাহায্য করবে।”

মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাকেত মোহতা এই প্রসঙ্গে বলেন, “এই ক্যাম্পের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। মার্লিন রাইজ সবসময় খেলাধুলার উন্নয়নের প্রচারে আগ্রহী। মার্লিন রাইজে আমরা অত্যাধুনিক ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছি, যা ওয়াইএসসিইর উদ্দেশ্য অনুসারে তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে ও আগামীদিনের খেলোয়াড় তৈরি হতে সহায়তা করবে।”

আরও পড়ুন-সুদীপের শতরান, বিহারকে হারিয়ে বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে বাংলা

–

–

–

–

–

–

–

–
