Wednesday, November 12, 2025

উপস্থিতি ১৫৭৮৫, চতুর্থ দিনে নয়া রেকর্ড সেবাশ্রয়ে

Date:

Share post:

রাজনীতি শুধু ক্ষমতা দখলের নয়, রাজনীতি হল সেবার প্রতিশ্রুতিও। প্রতি পদক্ষেপে তার প্রমাণ রাখছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। উন্নত স্বাস্থ্য পরিষেবার নিদর্শন রেখে তিনদিনে প্রায় ২৪ হাজার মানুষকে পরিষেবা দিয়েছেন সেবাশ্রয়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রবিবার ফের নতুন রেকর্ড তৈরি করল সেবাশ্রয়।

তৃতীয় দিনে স্বাস্থ্য পরীক্ষার সংখ্যা এক লাফে দ্বিগুণ হয়েছিল। সেই ধারা বজায় রেখে রবিবার চতুর্থ দিনেও বিগত দিনের তুলনায় বাড়ল পরিষেবা প্রদানের সংখ্যা। এদিন ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার ৪১টি শিবিরে উপস্থিতি ছিল ১৫,৭৮৫ জনের। ৮,৪৬৭ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়। ওষুধ বিতরণ করা হয় ৮,১০৮ জনকে। ৩৬০ জনকে রেফার করা হয়েছে হাসপাতালে।

প্রথম চার দিনের উপস্থিতির সংখ্যায় নজর রাখলেই বোঝা যাবে উত্তরোত্তর বাড়ছে পরিষেবা। প্রথম তিন দিনে উপস্থিতি ছিল যথাক্রমে ৫৬৮৯, ৬৯৪৫ ও ১১৩৮৮ জন। স্বাস্থ্য পরীক্ষা হয় যথাক্রমে ৩৩৪০, ৪৩১২ ও ৭০৫৩ জনের। ওষুধ বিতরণ করা হয় ২৬০০, ৩৯৪২ ও ৬৫৩৭ জনকে। রেফার করা হয় যথাক্রমে ১৮১, ২৩৬ ও ২৫৩ জনকে। ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন দলমত নির্বিশেষে। এদিন ৭০ বছর বয়সী হোসেন মল্লিক সেবাশ্রয় শিবিরে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হলে উপস্থিত স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁকে জরুরি চিকিৎসা দেন। অক্সিজেনস্তর ক্রমাগত কমতে থাকলে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে রেফার করা হয়। জরুরি বিভাগের তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

আরও পড়ুন- আবহাওয়ার ফের মুড সুইং! দক্ষিণে বাড়বে তাপমাত্রা, উত্তরে বৃষ্টি

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...