Wednesday, December 3, 2025

যাঁরা অনেক সময়ে অলক্ষ্যে রয়ে যান, তাঁদের পাশে সেবাশ্রয়: অভিষেক

Date:

Share post:

মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে যে চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তা প্রকৃতই মানুষের পাশে কীভাবে দাঁড়াচ্ছে চারদিন ধরে তা-ই প্রত্যক্ষ করছেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মানুষ। তাৎক্ষণিক চিকিৎসা থেকে বড় চিকিৎসায় পথ দেখাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে সেবাশ্রয়ের (Sebaashray) ৪১টি কেন্দ্র। রবিবারের উদাহরণ তুলে ধরে এভাবেই মানুষের পাশে থাকার বার্তা দিলেন অভিষেক।

সুস্বাস্থ্যের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছিল সেবাশ্রয়ের যাত্রা। চতুর্থ দিনে মানবিক উদ্যোগ নেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে। ৯ বছরের বালকের সাইনোটিক হার্ট ডিজিজ (Cyanotic Heart Disease) ধরা পড়েছিল। তার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হল। সার্জারির জন্য জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে রেফার করা হয় তাকে। এদিন শিবিরে আসেন স্ট্রোকে (cardiac arrest) আক্রান্ত ৭০ বছর বয়সী হোসেন মল্লিক। সেবাশ্রয়েই তাঁকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়। তারপর তাঁকে জরুরি চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সেই ব্যবস্থাও করা হয় সেবাশ্রয় (Sebaashray) শিবির থেকে।

মানুষের পাশে দাঁড়ানোর চতুর্থদিনের প্রয়াসের উল্লেখ করে অভিষেক দাবি করেন, এটাই ডায়মন্ড হারবার মডেলের (Diamond Harbour model) কার্যকরী ভূমিকা। এমন একটি মডেল যেখানে ক্ষমতার জন্য রাজনীতি নয়, পরিষেবার প্রতিশ্রুতি রয়েছে। এখানে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি রয়েছে যাঁদের সেই সাহায্যের সবথেকে বেশি প্রয়োজন। যাঁরা অনেক সময়ই অলক্ষ্যে রয়ে যান তাঁদের এক উজ্জ্বল জীবনের আলোয় নিয়ে আসার প্রচেষ্টা।

spot_img

Related articles

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...

আজ ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেবে আদালত 

নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে...

আজ মালদহের গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা 

বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি।...

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...