Sunday, November 2, 2025

দানের ২৫ শতাংশ টাকায় মন্দিরটা কংক্রিটের করে দেন! মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া কপিলমুনির আশ্রমে

Date:

Share post:

আমাদের যা করার ছিল করেছি। কিন্তু কপিলমুনির মন্দিরের সামনে সাগর মাঝেমাঝেই এগিয়ে আসে। মন্দির তিনবার সাগরে ডুবেও গিয়েছিল। যদি কংক্রিটের করে দেন, যাতে জলে ডুবে না যায়। সোমবার, গঙ্গাসাগরে (Gangasagar) কপিলমুনির আশ্রমে গিয়ে আশ্রম কর্তৃপক্ষের কাছে এই আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কপিলমুনির মোহান্তি তাতে সম্মত হয়েছেন।

এদিন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। প্রথমে বাংলাদেশে আটকে পড়া মৎস্যজীবীদের সাহায্য-উপহার তুলে দেন মমতা। সেখান থেকে প্রথমে যান ভারত সেবাশ্রম সংঘে। তার পরে যান কপিনমুনির আশ্রমে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ফি-বছর গঙ্গাসাগর মেলায় কোটি কোটি পুণ্যার্থী আসেন। তাঁরা কপিল মুনির আশ্রমে দানও করেন।  সেই দানের পুরো টাকাটাই চলে যায় উত্তরপ্রদেশে অযোধ্যার মূল মন্দিরে। মমতার কথায়, “কপিলমুনির মোহন্তিকে এবারে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম, যে মেলাকে কেন্দ্র করে যেভাবে ১ কোটির ওপর মানুষ আসেন, সেখান থেকে যা আয় হয় তার সবটা অযোধ্যায় না পাঠিয়ে ২৫ শতাংশ টাকা দিয়ে মন্দিরটা যদি কংক্রিটের করে দেন, যাতে জলে ডুবে না যায়। উনি রাজি হয়েছেন।”

মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মন্দির কর্তৃপক্ষর তরফে জানানো হয়, এবারে পুণ্যার্থীদের থেকে যে টাকা আয় হবে তার ২৫ শতাংশ টাকা মন্দিরকে ক্রংক্রিটের করার কাজে ব্যবহার করা হবে।

মমতা বলেন, আগে তো গঙ্গাসাগরে কিছু ছিল না, তিন বার মন্দির ডুবেছে। সমুদ্র এগিয়ে আসছে। তবু আমরা সব চেষ্টা করছি। মুড়িগঙ্গায় সেতু নির্মাণের জন্য দেড় হাজার কোটি টাকা দিয়েছি। ২-৩ বছর পর থেকে মানুষকে আর কষ্ট করে জল পেরিয়ে আসতে হবে না।

spot_img

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...