Friday, August 22, 2025

মুম্বইয়ের বিরুদ্ধে লড়াই করেও হার, দলের খেলায় খুশি নন অস্কার

Date:

Share post:

গতকাল ঘরের মাঠ যুবভারতী স্টেডিয়ামে দুরন্ত লড়াই করে ইস্টবেঙ্গল এফসি । লড়াই করেও মুম্বই সিটি এফসির কাছে ৩-২ গোলে হারে লাল-হলুদ । প্রথমার্ধে ইস্টবেঙ্গল নিজের খেলা খেলতে না পারলেও, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দল । যার ফলে ২-০ গোলে পিছিয়ে থেকেও সমতা ফেরায় লাল-হলুদ । তবে ম্যাচের শেষ মুহূর্তে ডিফেন্সের ভুলে ৩-২ গোলে হারে ইস্টবেঙ্গল । শেষমেশ লড়াই করেও হারের মুখ দেখে কেল্টন সিলভারা । আর এতেই খুশি নন লাল-হলুদ কোচ পিএসকার ব্রুজো। দল দুর্দান্ত লড়ে ঘুরে দাঁড়ালেও এই দলের লড়াই খুশি করতে পারেনি ইস্টবেঙ্গল কোচকে ।

ম্যাচ শেষে অস্কার বলেন,” দ্বিতীয়ার্ধে ছেলেরা অনেক উজ্জীবিত ফুটবল খেলেছে। মনের চেয়ে হৃদয় দিয়ে বেশি খেলেছে। ঘুরে দাঁড়ানোর জন্য অনেকগুলো গোলের সুযোগও তৈরি করেছি আমরা। ক্লেটন, মহেশরা সহজ সুযোগ মিস করেছে। এটাই এখন আমাদের দলের বাস্তব অবস্থা। যথেষ্ট খেলোয়াড় নেই, চোট সমস্যা, এগারোজন বাছতে সমস্যা হচ্ছে, পরিবর্তন করতে সমস্যা হচ্ছে। দলের একাধিক খেলোয়াড়কে তাদের অনভ্যস্ত জায়গায় খেলাতে হচ্ছে।”

কেন বারবার দলের এই অবস্থা? অস্কারের কথায় দলের রোগ ধরে ফেলেছেন তিনি । সাংবাদিক সম্মেলনে লাল-হলুদ কোচ বলেন,” পিছিয়ে থাকলে আমরা বেশ ভাল খেলছি। ড্র হলেও পরের ম্যাচে ছেলেরা ভাল খেলছে। কিন্তু এগিয়ে থাকলে আমাদের খেলা ভাল হচ্ছে না। ম্যচের নিয়ন্ত্রণ রাখতে পারছি না আমরা। শুধু চাপের মুখে ভাল খেললে এরকম কঠিন লিগে এমন পারফরম্যান্স করে পয়েন্ট টেবিলে উপরের দিকে ওঠা যায় না। আমাদের অনেক উন্নতি প্রয়োজন।“

একখানেই না থেমে অস্কার আরও বলেন,” মুম্বইয়ের বিরুদ্ধে সমতায় ফেরার পর আমাদের যা যা করা দরকার ছিল, আমরা সেগুলো করতে পারিনি। আত্মতুষ্টি হয়তো খানিকটা দায়ী। দু’গোলে পিছিয়ে থাকার পর সমতায় ফেরার পর কিছুটা গা-ছাড়া ভাব এসে গিয়েছিল। খেলার নিয়ন্ত্রণ রাখতে পারিনি আমরা। কিছু না ভেবে শুধু আক্রমণে উঠে গেলে এমন হবেই। ডিসেম্বরে কিছুটা ভাল জায়গায় ছিলাম আমরা। গত দু’সপ্তাহে আবার আগের জায়গায় ফিরে গিয়েছি। এটা আমি আশা করিনি।”

আরও পড়ুন- লড়াই করেও হার লাল-হলুদের, বছরের প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে ২-৩ গোলে হারল ইস্টবেঙ্গল

 

 

 

 

spot_img

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...