Saturday, August 23, 2025

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেও ভোপাল সেন্ট্রাল জেলের ভিতর মিলল চাইনিজ ড্রোন

Date:

Share post:

গেরুয়া রাজ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ তোয়াক্কা না করেই চিনা ড্রোন ঢুকে গেল জেল পরিসরের মধ্যে। ভোপাল সেন্ট্রাল জেলের ভিতর ‘মেড ইন চায়না’ ড্রোন নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা, এই ড্রোন উড়িয়েছে, কোথা থেকে এল এই ড্রোন, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এই ড্রোন উদ্ধারে খোদ কেন্দ্রের সরকারের রাজ্যে নিরাপত্তা ও চিনের মতলব নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। বৃহস্পতিবার জেল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে এই সংক্রান্ত বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিজেপি রাজ্য মধ্যপ্রদেশের ভোপাল সেন্ট্রাল জেল দেশের অন্যতম একটি হাই-সিকিউরিটি জেল। এখানে নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার (SIMI) ৩২ জন সহ ৬৯ জঙ্গি কঠোর নিরাপত্তায় আছে। এমন একটি দুর্ভেদ্য জেলে কীভাবে চিনের তৈরি ড্রোন ঢুকে পড়ল, সেই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। কালো রঙের এই ড্রোনটিতে ক্যামেরা লাগানো ছিল। ব্যাটারিও চার্জড ছিল। সূত্রের খবর, জেলের বি ব্লকের কাছে একটি দোতলা বাড়ি নির্মীয়মান অবস্থায় আছে। বুধবার অর্থাৎ গতকাল বিকেল সাড়ে ৩টে নাগাদ হনুমান মন্দিরের পিছনে একটি ড্রোন উড়ে এসে পড়ে। ডিউটিতে থাকা এক জেলরক্ষী ড্রোনটি দেখতে পেয়ে বাকিদের ডাকে। দেখা যায়, ৩০-৪০ গ্রামের এই ড্রোনের ব্যাটারিটি চার্জ দেওয়া ছিল।

আশ্চর্যের বিষয়, এমন অত্যাধুনিক প্রযুক্তির একটি ড্রোনকে জেল কর্তৃপক্ষ বাচ্চা ছেলের বলে সাফাই দিয়েছে। ১৫১ একর জায়গা জুড়ে ভোপাল সেন্ট্রাল জেলে প্রায় ২,৬০০ জন থাকার মতো ঘর আছে। কিন্তু,আনুমানিক ৩,৬০০ জন বন্দি আছে। রয়েছে ২৩ জন সিমি সদস্য, ২১ জন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, ১৭ জন হিজব-উত-তাহরির, ৪ আইসিস এবং ৪ জন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ-এর জঙ্গি এখনও আছে। ২০০৮ সালের আমেদাবাদ বিস্ফোরণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত দুই আসামিও এই জেলে বন্দি রয়েছে। স্বাভাবিকভাবেই এদের উপস্থিতিতে ড্রোন নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...