Monday, November 10, 2025

ভারতীয় পাসপোর্ট দুর্বল বিশ্বের বাজারে, তালিকায় লজ্জাজনক অবস্থান

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) প্রায় প্রতি মাসে বিদেশ সফর করে বেড়ান। দেশের পড়ুয়ারা শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থানের দুর্দশায় বিদেশে পাড়ি দেয়। কিন্তু প্রধানমন্ত্রী আর সাধারণ মানুষের বিদেশ পাড়ির আসমান জমিন তফাৎ। বিনা ভিসায় (visa) ভারতের নাগরিকরা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলিতেই সফর করতে পারেন না। যেখানে বিশ্বের উন্নয়নশীল দেশগুলি বৈদেশিক সম্পর্ক দৃঢ় করার মধ্যে দিয়ে নিজেদের পাসপোর্ট (passport) ব্যবস্থাকে শক্তিশালী করছে, সেখানে ভারতীয় পাসপোর্ট (Indian passport) আরও দুর্বল হয়ে পড়ছে, বলছে সাম্প্রতিক পরিসংখ্যান।

৮০ থেকে ৮৫ নম্বরে নামলো ভারত। প্রকাশিত হল বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্টের তালিকা। ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫’ (Henley Passport Index 2025) অনুযায়ী ভারতের ব়্যাঙ্কিং এসে দাঁড়ালো ৮৫তে। প্রসঙ্গত, ভিসা ছাড়াই যাত্রা করা যায় এমন গন্তব্যের সংখ্যা অনুসারে ১৯৯টি দেশের পাসপোর্টকে র‍্যাঙ্কিং দিয়ে থাকে এই ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ (Henley Passport Index)। তালিকা অনুযায়ী, ভারতীয় পাসপোর্টধারীরা বিনা ভিসায় (visa) মোট ৫৭টি দেশ যেতে পারবে।

গত ১৯ বছরের নথির ভিত্তিতে প্রতি বছর ‘হেনলি পাসপোর্ট সূচক’ প্রকাশিত হয়। আন্তর্জাতিক বিমান পরিবহণ সংগঠন-এর নথির ভিত্তিতে ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে এই সূচক তৈরি করা হয়। পৃথিবীর ২২৭টি গন্তব্যে যেতে পারার বিষয়টি খতিয়ে দেখা হয়। যে দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় (without visa) সব থেকে বেশি দেশে যাতায়াত করতে পারে, সেই দেশের পাসপোর্ট তত শক্তিশালী (strong passport)।

তবে ভারত পাঁচ ধাপ নিচে নামলেও শীর্ষ স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর (Singapore)। ফলে সেই দেশের নাগরিকরা ২২৭টি দেশের মধ্যে ১৯৫টি দেশে বিনা ভিসাতে যেতে পারবেন। পাশাপাশি দ্বিতীয় স্থানে রয়েছে জাপান (Japan) ও যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে ছয়টি দেশ, যথাক্রমে দেশ-ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, ফিনল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া। ফলে এই দেশের পাসপোর্টধারীরা ১৯২ টি দেশের বিনা ভিসায় যেতে পারবেন। তবে লক্ষণীয় বিষয় হল শক্তিশালী পাসপোর্টের তালিকার প্রথম পাঁচে নেই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা (USA)। তবে প্রথমবার আরবের দেশ হিসাবে প্রথম দশে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরশাহী (UAE)। পাকিস্তান রয়েছে ১০৩ নম্বরে।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...