Friday, December 19, 2025

কলকাতায় শুরু হল স্ব-নির্ভর গোষ্ঠীর ‘সৃষ্টিশ্রী মেলা – ২০২৫’

Date:

Share post:

কলকাতায় শুরু হল স্ব-নির্ভর গোষ্ঠীর হস্তশিল্প মেলা ‘সৃষ্টিশ্রী মেলা – ২০২৫’। এর আগে প্রতিবছর জেলাস্তরে হস্তশিল্প মেলা হলেও খাস কলকাতায় রাজ্যস্তরে সৃষ্টিশ্রী মেলা এই প্রথম। শুক্রবার শ্যামবাজারের দেশবন্ধু পার্কে রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বসে চাঁদের হাট। মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ডাঃ শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, প্রদীপ মজুমদার, বিধায়ক সুপ্তি পাণ্ডে, স্থানীয় কাউন্সিলর মিনাক্ষী গঙ্গোপাধ্যায়, বিভাগীয় সচিব পি উলগানাথন-সহ অন্যরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম ‘সৃষ্টিশ্রী’র আক্ষরিক অর্থ যে কতটা তাৎপর্যপূর্ণ, এদিন যুক্তি দিয়ে তা বোঝান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বলেন, পঞ্চায়েত দফতরের উদ্যোগে আয়োজিত সরস মেলারই অঙ্গ এই হস্তশিল্প মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থভাবে এর নাম দিয়েছেন। কারণ, স্বনির্ভর গোষ্ঠীর এই সৃষ্টিশ্রী মেলায় মহিলাদের ভূমিকা অনন্য। আর সৃষ্টির মূল হচ্ছেন মহিলারা। তাঁরা ছাড়া সৃষ্টি হয় না। ছেলেদের অনেক দৈহিক ক্ষমতা থাকলেও ধারণ ক্ষমতা থাকে না। তাই সৃষ্টিও হয় না।
এদিন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা বলেন, এর আগে সরস মেলায় প্রায় ৩২ কোটি টাকার বিক্রিবাট্টা হয়েছে। রাজ্যের যে মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত তাঁদের জন্য এই রিপোর্টকার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরস মেলায় যে পরিমাণ কেনাবেচা হয়েছে, তাতে স্ব নির্ভর গোষ্ঠীর মহিলারা আরও উৎসাহ পাবেন। পাশাপাশি, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, কলকাতায় এই প্রথম সৃষ্টিশ্রী মেলা হচ্ছে। এর আগে জেলায়-জেলায় এই মেলা হয়েছে।

আমাদের রাজ্যে ৯৪টি সরকারি প্রকল্প রয়েছে। বিরোধীরা বলেন, মেলা-খেলার সরকার। ওদের কোনও ধারণা নেই এই মেলা কীভাবে রাজ্যের অর্থনীতিতে সহযোগিতা করে।

সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী সুজিত বসু বলেন, এই মেলার একটা আলাদা গুরুত্ব আছে। গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। আর মহিলাদের স্বাবলম্বী করতে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীগুলিতে জোর দিয়েছেন। আবার আরেক মন্ত্রী শিউলি সাহা বলেন, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে রাজ্য সরকার এইধরণের মেলার আয়োজন করে। এখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের হাতে তৈরি জিনিসপত্র তুলে ধরেন। এর ফলে সরকারের কোনও লাভ হয় না। নারীক্ষমতায়নের লক্ষ্যেই এই মেলা। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এই সৃষ্টিশ্রী মেলা চলবে।

 

spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...