Sunday, January 11, 2026

পিতৃত্বকালীন ছুটি বাতিল রাহুলের! বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই 

Date:

Share post:

রোহিত পেয়েছিলেন, রাহুল পেলেন না। টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুলের (KL Rahul) পিতৃত্বকালীন ছুটির আবেদন নাকচ করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। বোর্ড সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে বিশ্রাম চেয়েছিলেন কে এল। কিন্তু বোর্ড কর্তারা মনে করছেন, সম্প্রতি বর্ডার গাভাস্কার ট্রফিতে যেভাবে ভরাডুবি হয়েছে ভারতের, সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে ভরসা যুগিয়েছেন রাহুল। এক দিনের ক্রিকেটে মিডল অর্ডারে খেলার পাশাপাশি, উইকেটরক্ষক হিসাবেও দায়িত্ব সামলাতে পারেন লোকেশ। তাই, ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions trophy) কথা মাথায় রেখে এমন এক প্লেয়ারকে পুরো সাদা বলের সিরিজে আংশিক বিশ্রাম দিয়ে, এক দিনের সিরিজে খেলানোর কথা ভাবা হচ্ছে।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে, যা চলবে ফেব্রুয়ারি ১২ তারিখ পর্যন্ত। তিনটি ম্যাচ খেলবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের কাছে প্রস্তুতির শেষ সুযোগ। এর আগে টি-টোয়েন্টি দল থেকে অনেক দিনই বাদ পড়েছেন রাহুল। তবে এক দিনের ক্রিকেটে ঋষভ পন্থের (Risabh Panth) অবর্তমানে তিনিই উইকেটরক্ষক হিসাবে দলের প্রথম পছন্দ। প্রাথমিকভাবে রাহুলের ছুটির আবেদন মঞ্জুর করেছিল বোর্ড। কিন্তু পরে নাকি সিদ্ধান্ত বদল করেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। রাহুলকে জানিয়ে দেওয়া হয়েছে, ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে খেলতে হবে। দলের কঠিন সময়েও বাবা হওয়ার জন্য বিরাট কোহলি বা রোহিত শর্মারা ছুটি পেয়েছিলেন। কিন্তু রাহুলের বেলায় তা হল না। আরও একবার কি ভারতীয় ক্রিকেট বোর্ডের রাজনীতির শিকার হলেন কে এল রাহুল (KL Rahul), উঠছে প্রশ্ন।

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...