কেন্দ্রের সরকারের মূলনীতি ও কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার এর একবার উত্তেজনা মণিপুরে (Manipur) একদিকে কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের প্রতিবাদে বারবার ইম্ফল-মায়ানমার রাস্তা অবরোধ সম্প্রদায়ের। অন্যদিকে সামান্য জমি বিবাদ এখন আকার নেয় জাতি সংঘর্ষের। তার জেরে শনিবার হিংসার শিকার অসম রাইফেলস (Assam Rifles) ক্যাম্প।

কেন্দ্রের নতুন নীতির পরে জাতি সংঘর্ষে উত্তপ্ত মনিপুর নতুন করে হিংসার শিকার। অভিযোগ, কুকিদের (Kuki) গ্রামে নিত্য প্রয়োজনীয় জিনিসের ট্রাক যাতায়াত আটকে দিচ্ছে অসম রাইফেলস (Assam Rifles)। বিধায়কের হস্তক্ষেপেও সেই সমস্যার সমাধান না হওয়ায় ফের ইম্ফল-মনিপুরের (Imphal-Mayanmar road) মতো গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে কুকিরা।
এর জেরে নাগাদের (Naga) মধ্যে বিক্ষোভ দেখা যায়। তাদের পরিবহনের গুরুত্বপূর্ণ রাস্তা আটকে যাওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ফের আগুন জ্বলে কাংপোকপি জেলায়। এমনিতেই কিছুদিন ধরে কাংপোকপিতে নাগা-কুকি জমি বিবাদ চলছিল কিছুদিন ধরে। হিংসা বড় আকার নিলে কাংপোকপিতে ফের জারি হয় কার্ফু (curfew)।

অন্যদিকে পথ অবরোধ হঠাতে বিরোধ বাধে জনজাতির সঙ্গে অসম রাইফেলসের (Assam Rifles)। গোপনীয়তা রক্ষা ও কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহারের বিরোধিতায় অসম রাইফেলসের একটি অস্থায়ী তাবু (makeshift camp) জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। নতুন করে সেনা ঢুকতে প্রতিরোধ গড়ে তোলে আন্দোলনকারী মহিলারা।

–

–

–

–

–

–

–
