নিষিদ্ধ কোম্পানির ওষুধ ও স্যালাইনের প্রয়োগে প্রসূতি মৃত্যুর অভিযোগের পরে এই ঘটনায় নতুন করে কোনও মৃত্যু এড়াতে তৎপর রাজ্যের স্বাস্থ্য দফতর। শনিবারই মেদিনীপুর মেডিক্যালে গিয়ে অসুস্থ প্রসূতিদের পরিস্থিতি খতিয়ে দেখেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। এরপর রবিবার এক প্রসূতির অবস্থার উন্নতি হয়। যদিও চার অসুস্থ প্রসূতির মধ্যে তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রবিবারই কলকাতা স্থানান্তরের সিদ্ধান্ত নেয় রাজ্য স্বাস্থ্য দফতর।

এদিন গ্রিন করিডর করে তিন প্রসূতিকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে বিশেষ শয্যারও ব্যবস্থা করা হয়। প্রসূতিদের থেকে নমুনা নিয়ে বায়োপসি করা হচ্ছে। বিশেষ অ্যাম্বুল্যান্সে, ক্রিটিকাল কেয়ার এবং ভেন্টিলেশন সাপোর্টে কলকাতা আনা হয়। দেখছে মেডিক্যাল বোর্ড। স্যালাইন নিয়ে কাল নিগমকে রিপোর্ট দেবে তদন্ত কমিটি।

শনিবার স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের প্রতিনিধিরা সিসিইউতে থাকা রোগীদের দেখতে যান। তাঁদের কী চিকিৎসা চলছে ও চিকিৎসায় তাঁরা কতটা সাড়া দিচ্ছেন তা খতিয়ে দেখা হয়। প্রতিনিধিরা জানান, সকলের অবস্থা যে ভালো রয়েছে এমনটা বলা যাবে না। এরপরই রবিবার তিন প্রসূতির অবস্থার অবনতি হয়। তিনজনকেই আইসিইউ-তে ভেন্টিলেশনে দিতে হয়। এরপরই স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নেয় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করার।
আরও পড়ুন- স্বামীজির জন্মদিবস পালিত দেশজুড়ে: যুব সমাজের উন্নয়নে দেশের সেরা বাংলা

_
_

_

_

_

_


_

_
