Thursday, August 21, 2025

মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন বিতর্ক এবার হাই কোর্টে, দায়ের ২টি জনস্বার্থ মামলা

Date:

Share post:

মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন বিতর্ক এবার হাই কোর্টে (Calcutta High Court)। বিষাক্ত স্যালাইন ব্যবহারের প্রসূতি মৃত্যুতে কলকাতা হাই কোর্টে দুটি মামলা দায়ের হয়েছে। ২টিই জনস্বার্থ মামলা। সোমবার সে দুটি দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার, একটি মামলার শুনানির সম্ভাবনা।

আরও খবর: দক্ষিণ কলকাতার স্কুলে দুর্ঘটনা: ক্ষমা প্রার্থনা প্রিন্সিপালের, শোকজ গাড়িচালক!

মেদিনীপুর মেডিক্যালে (Medinipur Medical College And Hospital) প্রসূতি মৃত্যুর ঘটনায় আদালতের হস্তক্ষেপে তদন্ত চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরোজ এডুলজি। অনুমতি দেন প্রধান বিচারপতি।

শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে (Medinipur Medical College And Hospital) সিজার করে শিশুর জন্ম দেওয়ার পরে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যেুও ঘটে। বাকি চারজনেরক মধ্যে ৩জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায়, রবিবার রাতে গ্রিন করিডর করে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

একটি ওষুধ কোম্পানির স্যাইলন ঘিরেই বিতর্ক রয়েছে। সেই সংস্থার কারখানা রয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার তিনমাইল হাটেও। সেই কারখানার স্যালাইন ব্যবহার করে গত বছর কর্নাটকে পাঁচ রোগিনীর মৃত্যুর অভিযোগ ওঠে। নভেম্বরেই কর্নাটক ড্রাগ কন্ট্রোল ব্যুরো ওই কোম্পানির স্যালাইন পরীক্ষা করে সেটিকে ব্ল্যাক লিস্টেড করে দেয়।

কারখানায় অভিান চালানোর পরে, এ রাজ্যেও ওই কোম্পানির স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। অভিযোগ, শুক্রবার মেদিনীপুর মেডিক্যালে প্রসূতিদের ওই নিষিদ্ধ স্যালাইন দেওয়ার পরেই একজনের মৃত্যু হয়। ৩জনের অবস্থা আশঙ্কাজনক। এদিন হাইকোর্টের নজরদারিতে তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...