Saturday, January 10, 2026

রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সা, জোড়া গোল রাফিনহার

Date:

Share post:

স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি বার্সেলোনা। রবিবার রাতে সুপার কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এলক্লাসিকোতে রিয়ালকে ২-৫ গোলে হারায় বার্সা। ম্যাচে জোড়া গোল রাফিনহা। একটি করে গোল ইয়ামাল, লেওয়ানডস্কি এবং বালদের। রিয়ালের হয়ে গোল দুটি কিলিয়ান এমবাপে এবং রদ্রিগোর।

ম্যাচের শুরু সঙ্গে শেষের কোন মিল নেই। ম্যাচের শুরুটা যেমনভাবে শেষটা লেখা হল একেবারেই অন্যভাবে। ম্যাচের ৫ মিনিটে ১-০ গোল এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোলটি করেন কিলিয়ান এমবাপে। কিন্তু এরপরই রিয়ালকে চেপে ধরে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। যার ফলে ২২ মিনিটে সমতা ফেরায় বার্সা। বার্সেলোনার হয়ে ১-১ করেবন লামিন ইয়ামালরা। মাদ্রিদের তিনজন ডিফেন্ডারের মাঝখান থেকে বল জালে জড়ান স্পেনের তরুণ ফুটবলার। এরপর ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে ২-১ গোলে এগিয়ে যায় বার্সা। পেনাল্টি থেকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। এর ঠিক তিন মিনিটের মাথায় বার্সার হয়ে ৩-১ করেন রাফিনহা। কুন্ডের ক্রস থেকে হেডে গোল করেন রাফিনহা। প্রথমার্ধের সংযুক্তি সময়ে চতুর্থ গোলটি করেন বালদে। ম্যাচের প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে থাকে বার্সা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও রিয়ালকে চেপে ধরে বার্সা। যার ফলে ম্যাচের ৪৮ মিনিটে ৫-১ গোলে এগিয়ে যায় বার্সা। বার্সার হয়ে পঞ্চম এবং নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। তবে এরই মধ্যে লাল কার্ড দেখেন বার্সেলোনার গোলকিপার সেজনি। ৫৬ মিনিটে বক্সের বাইরে এসে অন্যায্যভাবে ভিনিসিয়াসকে বাধা দিয়ে মাঠের বাইরে যান পোলিশ গোলকিপার। সেই ফ্রি কিক থেকে ব্যবধান কমান রদ্রিগো।

আরও পড়ুন- পাঞ্জাবের নেতা শ্রেয়স, দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কেকেআরের প্রাক্তন অধিনায়ক

 

 

 

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...