Monday, November 10, 2025

রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সা, জোড়া গোল রাফিনহার

Date:

Share post:

স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি বার্সেলোনা। রবিবার রাতে সুপার কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এলক্লাসিকোতে রিয়ালকে ২-৫ গোলে হারায় বার্সা। ম্যাচে জোড়া গোল রাফিনহা। একটি করে গোল ইয়ামাল, লেওয়ানডস্কি এবং বালদের। রিয়ালের হয়ে গোল দুটি কিলিয়ান এমবাপে এবং রদ্রিগোর।

ম্যাচের শুরু সঙ্গে শেষের কোন মিল নেই। ম্যাচের শুরুটা যেমনভাবে শেষটা লেখা হল একেবারেই অন্যভাবে। ম্যাচের ৫ মিনিটে ১-০ গোল এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোলটি করেন কিলিয়ান এমবাপে। কিন্তু এরপরই রিয়ালকে চেপে ধরে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। যার ফলে ২২ মিনিটে সমতা ফেরায় বার্সা। বার্সেলোনার হয়ে ১-১ করেবন লামিন ইয়ামালরা। মাদ্রিদের তিনজন ডিফেন্ডারের মাঝখান থেকে বল জালে জড়ান স্পেনের তরুণ ফুটবলার। এরপর ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে ২-১ গোলে এগিয়ে যায় বার্সা। পেনাল্টি থেকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। এর ঠিক তিন মিনিটের মাথায় বার্সার হয়ে ৩-১ করেন রাফিনহা। কুন্ডের ক্রস থেকে হেডে গোল করেন রাফিনহা। প্রথমার্ধের সংযুক্তি সময়ে চতুর্থ গোলটি করেন বালদে। ম্যাচের প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে থাকে বার্সা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও রিয়ালকে চেপে ধরে বার্সা। যার ফলে ম্যাচের ৪৮ মিনিটে ৫-১ গোলে এগিয়ে যায় বার্সা। বার্সার হয়ে পঞ্চম এবং নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। তবে এরই মধ্যে লাল কার্ড দেখেন বার্সেলোনার গোলকিপার সেজনি। ৫৬ মিনিটে বক্সের বাইরে এসে অন্যায্যভাবে ভিনিসিয়াসকে বাধা দিয়ে মাঠের বাইরে যান পোলিশ গোলকিপার। সেই ফ্রি কিক থেকে ব্যবধান কমান রদ্রিগো।

আরও পড়ুন- পাঞ্জাবের নেতা শ্রেয়স, দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কেকেআরের প্রাক্তন অধিনায়ক

 

 

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...