Thursday, August 21, 2025

বিজেপি বনাম বিজেপি! নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে আদিত্যনাথকে দুষলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

বিজেপি বনাম বিজেপির লড়াই নতুন নয়৷ বহুদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির একটি গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর ধুন্ধুমার লড়াই সামনে এসেছে৷ এই লড়াইয়েই নবতম সংযোজন, উত্তরপ্রদেশের প্রভাবশালী বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ানের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লড়াই৷

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অঙ্গুলিহেলনেই তাঁর জন্য প্রদত্ত ‘ওয়াই’ শ্রেণীর নিরাপত্তা বলয় প্রত্যাহার করেছে যোগী পুলিশ, এই মর্মে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন সঞ্জীব বলিয়ান নিজেই, দাবি দলীয় সূত্রের৷ এর পাশাপাশি সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে তোপও দেগেছেন সঞ্জীব বলিয়ান নিজেই৷

কেন তাঁর ওয়াই শ্রেণীর নিরাপত্তা বলয় প্রত্যাহার করা হলো ? এই প্রশ্ন তোলার পাশাপাশি বলিয়ানের দাবি, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা বলয় প্রত্যাহারের পরে আমার কোনও ক্ষতি হলে তার পুরো দায় যোগী প্রশাসনের৷ এই প্রসঙ্গেই উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার পুলিশ প্রশাসনের পক্ষপাতদুষ্ট মনোভাবের তীব্র সমালোচনাও করেন তিনি৷ একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যখন এমন আচরণ করছে যোগী রাজ্যের পুলিশ, তখন রাজ্যের সাধারণ অধিবাসীদের সঙ্গে তারা কেমন ব্যবহার করবে, তা সহজেই অনুমেয়, সাফ বলেছেন সঞ্জীব বলিয়ান৷ ঘটনা হল, নিরাপত্তা বলয় প্রত্যাহার ইস্যু নিয়ে সঞ্জীব বলিয়ানের মত প্রভাবশালী বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই দ্বন্দ্ব বিজেপিকে ব্যাপক চাপে ফেলেছে৷ ঘরে ও বাইরে দু জায়গাতেই বিজেপির চাপ বাড়ছে, প্রবলভাবে৷

আরও পড়ুন- অসম্মান: রিসার্চ সেন্টার উদ্বোধনের আগে জ্যোতি বসুর ছবিতে ‘ঝাঁটা’! সরব রাজনৈতিক মহল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...