Sunday, November 16, 2025

ফের রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল, ক্রীড়ামন্ত্রকে অভিযোগ করতে চলেছে লাল-হলুদ

Date:

Share post:

ফের রেফারিং নিয়ে সরব হল ইস্টবেঙ্গল। আইএসএল-এর ফিরতি ডার্বিতে রেফারির ভুল সিদ্ধান্তের স্বীকার হয়েছে লাল-হলুদ। এই নিয়ে এদিন সরব হল ইস্টবেঙ্গল ক্লাব। আইএসএলে লাল-হলুদের প্রতি অবিচার করা হচ্ছে। খারাপ রেফারিং। চিঠির পর চিঠি দিয়ে সুরাহা না হওয়ায় এবার ক্রীড়ামন্ত্রকে অভিযোগ জানাতে চলেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ক্লাবের প্রতি অবিচার নিয়ে সরব হন তিন শীর্ষকর্তা দেবব্রত সরকার, রূপক সাহা ও সৈকত গঙ্গোপাধ্যায়।

বিভিন্ন ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের ভিডিও ক্লিপিংস দেখিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের বক্তব্য, ‘‘ফেডারেশন এতটাই অযোগ্য এবং দুর্বল যে, দেশের ফুটবলকে একটি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে। দেশের প্রধান লিগ প্রাইভেট কোম্পানি নিয়ন্ত্রণ করছে। যারা শুধুমাত্র তাদের ধনী এবং ক্ষমতাশালী বন্ধুদের সুযোগ-সুবিধা প্রদান করছে। এভাবেই ভারতীয় ফুটবলকে তারা ক্রমশ অন্ধকারে ঠেলে দিচ্ছে।”

ক্ষুব্ধ লাল-হলুদ শীর্ষকর্তারা আরও বলেন, ‘‘আইএসএল কর্তৃপক্ষ সম্ভবত ‘ওয়ান সিটি ওয়ান টিম’ নীতি আঁকড়ে থাকতে চাইছে। তাই ইস্টবেঙ্গলের প্রতি নানাভাবে অবিচার হচ্ছে। রেফারি কমিটির প্রধানের মুখে ডার্বিতে হ্যান্ডবল নিয়ে হাস্যকর যুক্তি শুনে মনে হচ্ছে, ফুটবল বিশেষজ্ঞরা কিছুই বোঝেন না। এই অনাচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্লাব শেষদিন পর্যন্ত লড়াই করবে। আমরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা পরিস্থিতি তুলে ধরব এবং তাঁর হস্তক্ষেপের দাবি জানাব।”

এদিকে ইস্টবেঙ্গলের অভিযোগ নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর গলায়। তিনি বলেন, ‘‘ওরা মাধ্যমিক পাশ না করেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছে। আইএসএলের পারফরম্যান্সে হতাশ হওয়াটা স্বাভাবিক। বাইচুং ভুটিয়া আগেই বলেছিল, আই লিগ খেলে তৈরি হওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলের।”

মঙ্গলবার থেকেই এফসি গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল। নতুন বিদেশি ফরোয়ার্ড রিচার্ড সেলিস অনুশীলনে নামেন। অনুশীলনে নজর কাড়েন নতুন বিদেশি। গোয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারেন। আনোয়ার আলি এখনও ফিট নন। আনোয়ারের পাশাপাশি এদিন অনুশীলন করেননি হিজাজি, হেক্টরও।

আরও পড়ুন- খারাপ ফর্ম কাটিয়ে উঠতে রোহিতের পর এবার ঘোরোয়া ক্রিকেটে বিরাট-পন্থ

 

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...