Saturday, August 23, 2025

ভারতের মেটা কর্তৃপক্ষ জুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল!

Date:

Share post:

ভারতের নির্বাচন নিয়ে মেটা কর্তা মার্ক জুকেরবার্গের সাম্প্রতিক মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের মেটা কর্তৃপক্ষ জুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন।মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল বলেছেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। মেটা কর্তার পর্যবেক্ষণ বেশ কয়েকটি দেশের জন্য সত্য হলেও ভারতের জন্য নয়।কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জুকেরবার্গের মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন। তারপর সংসদীয় কমিটিতে তলব করার হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর এই হুঁশিয়ারির পরই চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে মার্ক জুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা। জুকেরবার্গের মন্তব্যকে অসাবধানতাবশত ভুল বলে উল্লেখ করল তারা। ভারতকে মেটার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে টুইট করলেন সংস্থার ভারতের ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল।

এই বিতর্কের সূত্রপাত গত শুক্রবার, ১০ জানুয়ারি। ওই দিন এক পডকাস্টে সাক্ষাৎকারে জুকেরবার্গ বলেন, করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে ক্ষমতাসীন সরকারগুলোর ব্যাপারে জনমনে আস্থা হারিয়েছে। কথা প্রসঙ্গে ভারতের উদাহরণও দেন তিনি।জুকারবার্গ বলেন, ‘২০২৪ বিশ্বজুড়ে একটি খুব বড় নির্বাচনী বছর ছিল এবং ভারতসহ বহু দেশে নির্বাচন হয়েছে। ক্ষমতাসীনরা মূলত প্রতিটি নির্বাচনে হেরে গিয়েছে। এটা এক ধরণের বৈশ্বিক ঘটনা হয়ে দাঁড়ায়। মেটা প্রধান আরও বলেন, সেটা মুদ্রাস্ফীতির কারণে হোক বা কোভিড মোকাবিলার অর্থনৈতিক নীতির কারণে হোক বা সরকারের কোভিড মোকাবিলার পদ্ধতির কারণে হোক; বিশ্বব্যাপী একই ধরনের ঘটনা ঘটেছে। বিশ্বব্যাপী এর প্রভাব পড়েছে।

জুকেরবার্গের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানান, ভারতের কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ‘ভুল সংশোধন’ করে দিয়ে সোমবার, ১৩ জানুয়ারি এক এক্স পোস্টে তিনি বলেন, জুকেরবার্গ দাবি করেছেন, করোনা পরবর্তী সময়ে ভারতের ২০২৪ সালের নির্বাচনসহ বেশিরভাগ দেশে ক্ষমতাসীন সরকার হেরে গিয়েছে। এটি তথ্যগতভাবে ভুল। ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি জয়ী হয়েছে। মোদিজি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে নজির গড়েছেন। জুকেরবার্গের মতো ব্যক্তির এমন ভুল তথ্য দেওয়ার ঘটনা হতাশাজনক।

এরপর ওই মন্তব্যের জেরে মেটা কর্তৃপক্ষকে তলব করা হতে পারে বলে আভাস দেনে দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। বিজেপি সাংসদ ও সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে মঙ্গলবার, ১৪ জানুয়ারি এক্স পোস্টে বলেন, ভুল তথ্য ছড়ানোর জন্য মেটা কর্তৃপক্ষকে তার নেতৃত্বাধীন কমিটির সামনে তলব করা হবে। তিনি আরও বলেন, কোনও গণতান্ত্রিক দেশের বিষয়ে ভুল তথ্য ছড়ালে সেটা ওই দেশের ভাবমূর্তিকে নষ্ট করে। এই ভুলের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ভারতের সংসদ এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। শেষ পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের প্রতিবাদের মুখে ক্ষমা চাইতে বাধ্য হল মেটা।

 

 

 

 

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...