Sunday, August 24, 2025

জেলমুক্ত জ্য়োতিপ্রিয়, তদন্তে অগ্রগতি নেই! কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

পনেরো মাস পরে জেল থেকে বাইরে এলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। প্রেসিডেন্সি জেল (Presidency Jail) থেকে বেরিয়ে সোজা গাড়িতে নিজের সল্টলেকের বাড়িতে যান তিনি। বুধবার বিকালে তাঁকে ঘরে নিয়ে যেতে উপস্থিত ছিলেন কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। পাঁচ মাসে জেলমুক্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (central agency) বিরোধীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ প্রকাশ্যে চলে আসা নিয়ে কটাক্ষ তৃণমূলের।

বুধবারই বিশেষ ইডি (ED) আদালতে জামিন মঞ্জুর হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এতদিন ‘প্রভাবশালী তত্ত্ব’ তুলে ধরে তাঁর জামিনের বিরোধিতা করেছিল যে ইডি সেই কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রক্রিয়াই জামিনে প্রশ্নের মুখে পড়ে। প্রাক্তন মন্ত্রীর জেলমুক্তির পরে তৃণমূল ফের প্রশ্ন তোলে কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, আইনি ভাষাতেই খেয়াল করা যায় আদালত যখন জামিনের (bail) আবেদন মঞ্জুর করেছেন তার মানে আদালতও মনে করছেন তদন্তে অগ্রগতি নেই। আটকে রাখার প্রয়োজন নেই। এবং আটকে রাখার জন্যই আটকে রাখা হচ্ছিল। আদালত নিশ্চিত হয়েছেন বলেই জামিন দিয়েছেন।

সেই সঙ্গে এই ঘটনায় যে অভিযোগ তুলে বিরোধীরা হাওয়া গরম করার চেষ্টা করেছিল, রাজ্যের সরকারকে বদনাম করার সেই চেষ্টায় কেন্দ্রীয় এজেন্সি (central agency) সঙ্গ দেয় বলেই দাবি কুণালের। বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে কেন্দ্রীয় এজেন্সির প্রথমে তোলা দাবিগুলি প্রমাণ হিসাবে সামনে আসে না। সূত্র অনুযায়ী যে তথ্য উঠে আসে, তা চার্জশিটে (chargesheet) আসে না বলেও কটাক্ষ করেন কুণাল।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...