Monday, August 25, 2025

বিতর্কিত রিঙ্গার ল্যাকটেটকে ‘ক্লিনচিট’ দিল মুম্বইয়ের ড্রাগ টেস্টিং ল্যাব

Date:

Share post:

পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিতর্কিত রিঙ্গার ল্যাকটেটকে ক্লিনচিট দিল মুম্বইয়ের (Mumbai) ড্রাগ টেস্টিং ল্যাব। কর্নাটক সরকারের অভিযোগের ভিত্তিতে পরীক্ষার পর ওই সংস্থার ওই স্যালাইনকে ক্লিনচিট দেয়। তবে, যেহেতু জীবাণুমুক্ত করার প্রক্রিয়ার মাপকাঠিতে পাশ করতে পারেনি সংস্থা। সেই কারণে এখনই ওই স্যালাইনে (Saline) নিষেধাজ্ঞা জারি রাখছে রাজ্য সরকার।

মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর অভিযোগের পরেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন-সহ ১০টি ওষুধ রাজ্যে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে স্বাস্থ্য ভবন। কর্নাটক সরকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্র-রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে চোপড়ার কারখানা থেকে নমুনা সংগ্রহ করেন। মুম্বইয়ের ড্রাগ টেস্টিং ল্যাবে রিঙ্গার ল্যাকটেট পরীক্ষা হয়। সেখানে ওই সংস্থার স্যালাইনকে (Saline) ক্লিনচিট দেওয়া হল। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে মুম্বইয়ের ল্যাবের রিপোর্ট জমা করা হয়েছে।

আরও খবর: কর্তব্যে গাফিলতির শাস্তিতে কর্মবিরতি! সমালোচনার মুখে তুলতে বাধ্য হলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকরা

বৃহস্পতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, অনেক স্টেটে এই স্যালাইন এখনও চলছে। এরমধ্যে অন্য কোনও কাহিনী থাকতে পারে, আমি সেটার মধ্যে যাবো না। আমরা এটা পুনরায় পরীক্ষা করাবো। প্রয়োজনে অন্য কোনো সংস্থা থাকলে সেটা দেখবো। শুক্রবারের রিপোর্টে ক্লিনচিট পায় রিঙ্গার ল্যাকটেট। তবে এখনও এই স্যালাইনে নিষেধাজ্ঞা জারি রাখছে রাজ্য। কারণ, একটা সেটিকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়ার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেনি ওই সংস্থা। আরও একবার পরিদর্শন হবে। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে নিষেধাজ্ঞা তোলা হতে পারে। রিঙ্গার ল্যাকটেট নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর।

spot_img

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...