Monday, November 3, 2025

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের হয়ে একমাত্র গোল করেন শুভাশিস বসু। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্টের সুযোগ ছিল জোসে মোলিনার দলের। ম্যাচে এদিন একাধিক গোল মিস করে সবুজ-মেরুন ব্রিগ্রেডের ফুটবলাররা।

২) বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতের খারাপ পারফরম্যান্সের পর নড়েচড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এরপরই একের পর এক কড়া সিদ্ধান্ত নেয় বোর্ড। জানা যাচ্ছে, এবার কোপ পরতে চলেছে ব্যক্তিগত ম্যানেজার, নিরাপত্তারক্ষী, রাঁধুনি বা সহকারীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রেও। সূত্রের খবর, ক্রিকেটারদের ব্যক্তিগত ম্যানেজার, নিরাপত্তারক্ষী, রাঁধুনি বা সহকারীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

৩) জীবনের কি দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং ? তেমন জল্পনা সোশ্যাল মিডিয়ায় ? এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছবি। যেই ছবিতে দেখা যাচ্ছে পাঞ্জাবি পরে কলকাতা নাইট রাইডার্সের তরুণ ক্রিকেটার। আর এরপরই জল্পনা ছড়ায় বাগদান পর্ব সেরে ফেলেছেন রিঙ্কু। পাত্রী উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ।

৪) শোনা গিয়েছিল রঞ্জিট্রফিতে খেলবেন বিরাট কোহলি। তবে এখন শোনা যাচ্ছে, সংশয় দেখা গিয়েছে কোহলির রঞ্জি খেলা নিয়ে। সূত্রের খবর, তা এখন অনিশ্চিত। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) জানিয়েছে, কোহলির ঘাড়ে ব্যথা রয়েছে। ব্যথা না কমলে বিরাট সম্ভবত রঞ্জিট্রফির ম্যাচ খেলবেন না।

৫) ১৯ জানুয়ারি আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে এফসি গোয়া। তবে গোয়ার বিরুদ্ধে প্রথম একাদশ গড়তে রীতিমতো হিমশিম খাচ্ছেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো। সুত্রের খবর, পায়ের হাড়ে চিড় ধরেছে ইস্টবেঙ্গলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলির। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আনোয়ারের।

আরও পড়ুন- এগিয়ে থেকেও জামশেদপুরের সঙ্গে ১-১ গোলে ড্র বাগানের

 

 

spot_img

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...